RJ Mahvash: ক্রিকেট দল কিনলেন চাহালের প্রেমিকা! কোন লিগে দেখা যাবে মাহভাশের টিম?
Yuzvendra Chahal: যুজবেন্দ্র চাহালের সঙ্গে আর জে মাহভাশের সম্পর্ক নিয়ে জোর জল্পনা। একজন রেডিও জকি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিনি।

মুম্বই: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে গত কয়েক মাস ধরেই রেডিও জকি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আর জে মাহভাশের (RJ Mahvash) সম্পর্ক নিয়ে জল্পনা হচ্ছে। পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলা চাহালকে সমর্থন করার জন্য অনেক ম্যাচে আর জে মাহভাশকে মাঠেও দেখা গিয়েছে। এবার আর জে মাহভাশ একটি ক্রিকেট দলের মালকিন হয়েছেন।
আর জে মাহভাশ সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই বেশ জনপ্রিয় ছিলেন। তবে চাহালের সঙ্গে নাম জড়ানোর পরে তাঁর খ্যাতি আরও বেড়েছে। দু'জনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একসঙ্গে ম্যাচ দেখতে গিয়েছিলেন, এরপর তাঁদের অনেক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। আইপিএল ২০২৫-এও মাহভাশ দলের সঙ্গে ছিলেন। কয়েক দিন আগে কপিল শর্মা শো-এ যখন চাহালকে তাঁর প্রেমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে, এখন তো সারা ভারত জানে।
আর জে মাহভাশ এই লিগে কিনেছেন ক্রিকেট দল
আর জে মাহভাশ চ্যাম্পিয়ন্স লিগ টি ১০ টুর্নামেন্টে একটি দলের অংশীদারিত্ব কিনেছেন। তিনি সহ-মালিক হয়েছেন। এই প্রথমবার তিনি কোনও ক্রিকেট লিগে বিনিয়োগ করেছেন। তিনি লিগের অফিসিয়াল পেজের সঙ্গে শেয়ার করা পোস্টে এই তথ্য দিয়েছেন। যদিও তাঁর দলের নাম কী, তা এখনও জানা যায়নি।
জানিয়ে রাখা যাক, চ্যাম্পিয়ন্স লিগ টি ১০-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অনেক বড় খেলোয়াড় অংশ নেবেন। তাঁদের সঙ্গে অনেক তরুণ খেলোয়াড়কেও এতে খেলতে দেখা যাবে। লিগটি ২২ অগাস্ট থেকে ২৪ অগাস্টের মধ্যে মোট ৮টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে।
View this post on Instagram
কে এই আর জে মাহভাশ?
যুজবেন্দ্র চাহালের সঙ্গে আর জে মাহভাশের সম্পর্ক নিয়ে জোর জল্পনা। একজন রেডিও জকি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিনি। সঙ্গে তিনি কন্টেন্ট ক্রিয়েটরও। আলিগড়ে জন্ম নেওয়া মাহভাশ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
ক্রিকেটার চাহালের ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে, যাঁর সঙ্গে তিনি ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর থেকেই তাঁর এবং মাহভাশের মধ্যে ডেটিংয়ের খবর আসতে শুরু করে। চাহালের কপিল শর্মা শো-তে দেওয়া বক্তব্যের পর তাঁদের সম্পর্কের গুঞ্জন আবারও শোনা যাচ্ছে।




















