এক্সপ্লোর
Advertisement
কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ, গ্রেফতার ক্রিকেটার নিশান্ত সিংহ শেখাওয়াত
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু ব্লাস্টার্স ও বেলগাভি প্যান্থার্সের ম্যাচ গড়াপেটা হয়। সেই ম্যাচে ইচ্ছাকৃতভাবে মন্থর ব্যাটিং করেন নিশান্ত। এর বিনিময়ে তিনি পাঁচ লক্ষ টাকা পান।
বেঙ্গালুরু: ২০১৮ মরসুমে কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার হলেন ক্রিকেটার নিশান্ত সিংহ শেখাওয়াত। এর আগে দুর্নীতি ও চক্রান্তের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন বেঙ্গালুরু ব্লাস্টার্সের বোলিং কোচ বিনু প্রসাদ ও ব্যাটসম্যান এম বিশ্বনাথন। এবার নিশান্তকেও গ্রেফতার করল বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম পুলিশ।
এক বিবৃতিতে পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) সন্দীপ পাতিল জানিয়েছেন, ‘ক্রিকেটার নিশান্ত সিংহ শেখাওয়াতের সঙ্গে বুকিদের যোগাযোগ ছিল। তিনি ক্রিকেটারদের গড়াপেটার বিষয়ে রাজি করানোর জন্য বেঙ্গালুরু ব্লাস্টার্সের বোলিং কোচ বিনু প্রসাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে।’
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু ব্লাস্টার্স ও বেলগাভি প্যান্থার্সের ম্যাচ গড়াপেটা হয়। সেই ম্যাচে ইচ্ছাকৃতভাবে মন্থর ব্যাটিং করেন নিশান্ত। এর বিনিময়ে তিনি পাঁচ লক্ষ টাকা পান। বেলগাভি প্যান্থার্সের মালিক আশফাক আলি থারা দুবাইয়ের এক বুকির মাধ্যমে জুয়ায় টাকা খাটান। তিনি লিগ চলাকালীন অন্য দলগুলির খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখতেন। বেল্লারি টাস্কার্সের পেসার ভবেশ গুলেচা পুলিশের কাছে অভিযোগ করেছেন, বুকিদের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেন ড্রামবাদক ভবেশ বাফনা। তাঁকে একটি ম্যাচে প্রতি ওভারে দশের বেশি রান দিতে বলা হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement