Kohli on Vegan Diet: প্রাণভরে শ্বাস নিন, বিতর্কের মুখে পাল্টা বিদ্রুপ বিরাটের
কেরিয়ারের শুরুর দিকে একটা সময় তিনি গোলগাল ছিলেন বলে সতীর্থরা মজা করে চিকু বলে ডাকতেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের আবহে তিনি বুঝতে পারেন, ফিট না হলে লম্বা রেসের ঘোড়া হওয়া সম্ভব নয়। তাই নিজেকে ভেঙে নতুন করে গড়তে শুরু করেন বিরাট কোহলি।
মুম্বই: তিনি নিজেকে ভেগান বলে পরিচয় দেন। আমিষ খান না। অথচ বিরাট কোহলির খাদ্যতালিকায় রয়েছে ডিম! যা দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই জানতে চেয়েছেন, কফি পান করে আর ডিম খেয়ে নিজেকে কী করে ভেগান বলে দাবি করেন বিরাট! মঙ্গলবার যা নিয়ে পাল্টা বিদ্রুপ করলেন বিরাট। জানিয়ে দিলেন, তিনি কখনওই নিজেকে ভেগান বলে দাবি করেননি। বরং তিনি ভেজিটেরিয়ান বা নিরামিশাষী। বিরাটের কটাক্ষ, তাঁর খাদ্যতালিকা নিয়ে না ভেবে সকলে প্রাণ ভরে শ্বাস নিক এবং নিশ্চিন্তে প্রিয় আনাজ খাক।
বিরাটের ভেগান হওয়ার পিছনে একটি বড় কারণ মনে করা হতো, তাঁর শারীরিক সমস্যা। সার্ভিকাল স্পাইনে সমস্যা হওয়ার পরেই নাকি তিনি আমিষ খাবার ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। সেই কোহলির ডায়েট ডিমের নাম দেখে অনেকে চমকে উঠলেন। যদিও মঙ্গলবার বিরাট ট্যুইট করলেন, 'আমি কখনও নিজেকে ভেগান বলে দাবি করিনি। সব সময় বলেছি আমি নিরামিশাষী। প্রাণ ভরে শ্বাস নিন আর চাইলে নিজেদের প্রিয় আনাজ খান।'
কেরিয়ারের শুরুর দিকে একটা সময় তিনি গোলগাল ছিলেন বলে সতীর্থরা মজা করে চিকু বলে ডাকতেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের আবহে তিনি বুঝতে পারেন, ফিট না হলে লম্বা রেসের ঘোড়া হওয়া সম্ভব নয়। তাই নিজেকে ভেঙে নতুন করে গড়তে শুরু করেন বিরাট কোহলি। অনেকেই বলেন, কোহলির নেতৃত্বে ভারতীয় দলের ক্রিকেটারেরা আগের চেয়ে অনেক বেশি ফিট। দলের মধ্যে ফিটনেস নিয়ে সচেতনতা ছড়িয়েছেন কোহলিই।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন কোহলি। সেখানেই এক ভক্ত তাঁর কাছে ডায়েট সম্পর্কে জানতে চেয়েছিলেন। তার উত্তরেই নিজের খাদ্যতালিকায় ডিমেরও উল্লেখ করেন ভেগান কোহলি। আর সেটা শুনেই তাঁর ভক্তরা অবাক।
ডায়েট চার্ট নিয়ে ইনস্টাগ্রামে বিরাট লিখেছেন, ‘প্রচুর সব্জি, কয়েকটি ডিম, ২ কাপ কফি, ডাল, কুইনোয়া, অনেকটা পালং শাক, ধোসা খেতেও ভালবাসি। কিন্তু সবটাই খুব মেপে খাই।’ এর পর থেকেই বিরাটের ডিম খাওয়া নিয়ে প্রশ্ন। ভেগান হওয়ার পরও তাঁর ডায়েটে কী করে ডিমের নাম থাকে, তাই নিয়েই নতুন বিতর্ক শুরু হয়েছে। তবে বিরাটের নিজের এই সব নিয়ে মাথা ঘামানোর বিশেষ সময় নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতেই ব্যস্ত তিনি। বুধবারই ভারতীয় দল ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে।