![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cristiano Ronaldo: শেষ মুহূর্তে জ্বলে উঠলেন রোনাল্ডো, অনবদ্য গোলে আল নাসরকে পৌঁছে দিলেন পরের রাউন্ডে
Al Nassr: ৮৭ মিনিটে জোরাল হেডারে গোল করে আল নাসরকে ম্যাচে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোলের সুবাদেই আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপের পরের রাউন্ডে আল নাসরকে পৌঁছে দিলেন রোনাল্ডো।
![Cristiano Ronaldo: শেষ মুহূর্তে জ্বলে উঠলেন রোনাল্ডো, অনবদ্য গোলে আল নাসরকে পৌঁছে দিলেন পরের রাউন্ডে Cristiano Ronaldo scores in the dying minutes for Al Nassr to help them qualify for Arab Club Champions Cup Cristiano Ronaldo: শেষ মুহূর্তে জ্বলে উঠলেন রোনাল্ডো, অনবদ্য গোলে আল নাসরকে পৌঁছে দিলেন পরের রাউন্ডে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/04/681a195df95f0097383c0920bede67c91691155634152507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রিয়াধ: ইউরোপ ছেড়ে মরশুমের মাঝপথে সৌদি আরবের ক্লাব আল নাসরে (Al Nassr) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যোগ দেওয়ায় কম তর্ক-বিতর্ক হয়নি। তবে ইউরোপ ছাড়লেও ৩৮-র রোনাল্ডো যে এখনও ফুরিয়ে যাননি, তা ফের একবার প্রমাণিত হল। আল নাসরের হয়ে ম্যাচের শেষ মুহূর্তে অনবদ্য গোলে তাঁর দলকে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপের পরের রাউন্ডে পৌঁছে দিলেন রোনাল্ডো।
জামালেকের বিরুদ্ধে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত পিছিয়েই ছিল আল নাসর। এই ম্যাচে পরাজিত হতে হলে আল নাসর টুর্নামেন্ট থেকেই ছিটকে যেত। তবে রোনাল্ডো অতীতে যেমন একাধিকবার তাঁর দলের হয়ে ত্রাতা হয়ে উঠেছিলেন, তেমনই এই ম্যাচেও ফের একবার তাঁর ক্লাবের হয়ে তিনিই ত্রাতা হয়ে উঠলেন। ৮৭ মিনিটে জোরাল হেডারে গোল করে আল নাসরকে ম্যাচে সমতায় ফেরান রোনাল্ডো। ম্যাচ ১-১ স্কোরলাইনেই শেষ হয়।
ঘিসলাইন কোনানের নিখুঁত ক্রস থেকে শূন্য শরীর ভাসিয়ে দুরন্ত হেডার মারেন রোনাল্ডো। গোলকিপারের কাছে সেই হেডার বাঁচানোর কোনও সুযোগই ছিল না। আল নাসরের তরফে রোনাল্ডোর এই অনবদ্য গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। এই গোলের সুবাদেই কিন্তু নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্টের পরের পর্বে পৌঁছে যায় আল নাসর। রবিবার মরক্কোর রাজা কাসাব্লাঙ্কার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আল নাসর।
What an assist! 📞 pic.twitter.com/doFWfzUJpS
— AlNassr FC (@AlNassrFC_EN) August 3, 2023
প্রসঙ্গত, এই ম্যাচেই আল নাসরের হয়ে নিজের অভিষেক ঘটান তারকা ফুটবলার সাদিও মানে (Sadio Mane)। সদ্যই তিনি বায়ার্ন মিউনিখ থেকে সৌদির ক্লাবে যোগ দিয়েছেন। নতুন ক্লাবে যোগ দিয়েই এই মাঠে নেমে পড়লেন তিনি। ম্যাচের পর রোনাল্ডোকে তাঁর অসাধারণ গোলের জন্য শুভেচ্ছাও জানান সেনেগালের তারকা ফুটবলার। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'তোমার গোলের জন্য অনেক শুভেচ্ছা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরের রাউন্ডে পৌঁছে গেলাম। আল নাসর সমর্থকদের তাঁদের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অভিষেক ম্যাচেই তিলকের নির্ভীক ব্যাটিংয়ে মুগ্ধ ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)