Cristiano Ronaldo: ৩৮ এসেও শীর্ষে, জোড়া গোল করে ইত্তিহাদের বিরুদ্ধে আল নাসরকে জেতালেন রোনাল্ডো
CR7: ২০২৩ সালে রোনাল্ডো এখনও পর্যন্ত দেশ ও ক্লাব মিলিয়ে ৫৩টি গোল করে ফেলেছেন।
রিয়াধ: বয়স একটা সংখ্যামাত্র, তা তিনি প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৩৮-র গণ্ডি পার করলেও, পর্তুগিজ তারকা কিন্তু স্বমহিমায় নিজের খেলা চালিয়ে যাচ্ছেন। ফের একবার জ্বলে উঠলেন তিনি। আল নাসরের (Al Nassr) হয়ে আল ইত্তিহাদের (Al Ittihad) বিরুদ্ধে জোড়া গোল করলেন রোনাল্ডো।
এই জোড়া গোলের সুবাদে তাঁর দল ইত্তিহাদকে ৫-২ স্কোরলাইনে তো হারালই, পাশাপাশি রোনাল্ডো নিজেও এই ক্যালেন্ডার বর্ষের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। ২০২৩ সালে রোনাল্ডো এখনও পর্যন্ত দেশ ও ক্লাব মিলিয়ে ৫৩টি গোল করে ফেলেছেন। রোনাল্ডো দুই গোলের সুবাদে সর্বোচ্চ গোলসংগ্রাহক হওয়ার দৌড়ে হ্যারি কেন, কিলিয়ান এমবাপেকে পিছনে ফেলে দিলেন 'সিআর৭'। কেন এবং এমবাপে, উভয়েই চলতি বছরে ৫২টি করে গোল করেছেন। বছর শেষের আগে রোনাল্ডো নিজের গোলসংখ্যা বাড়ানোর আরও একটি সুযোগ পাবেন। তবে বায়ার্ন মিউনিখ এবং প্যারিস সঁ জরমঁ এই বছরে আর কোনও ম্যাচ খেলবে না। তাই এমবাপে, কেনদের রোনাল্ডোকে টপকে যাওয়ার সম্ভাবনা নেই।
আল ইত্তিহাদ-আল নাসের ম্যাচের ১৪ মিনিটে ইত্তিহাদের হয়ে গোলের খাতা খোলেন আব্দেররজ্জাক হামদাল্লা। তবে ঠিক পাঁচ মিনিট পরেই রোনাল্ডো পেনাল্টি থেকে আল নাসরকে ম্যাচে সমতায় ফেরান। অ্যান্ডার তালিস্কার ৩৮ মিনিটের গোল আল নাসরকে বিরতির আগে ম্যাটে এগিয়ে দেয়। প্রথমার্ধ আল নাসরের পক্ষেই ২-১ স্কোরলাইনে শেষ হয়। দ্বিতীয়ার্ধে হামদাল্লা ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ইত্তহাদকে সমতায় ফেরান।
তবে ভিএআরের মাধ্যমে দেখা যায় যে ফ্যাবিনহো ওটাভিওকে বক্সের ভিতর ফাউল করেছেন। এর জেরে আল নাসর পেনাল্টি তো পায়ই, পাশাপাশি দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন ফ্যাবিনহো। রোনাল্ডো পেনাল্টি স্পট থেকে গোল করতে কোনওরকম ভুল করেননি। ম্য়াচ শেষের আগে সাদিও মানে জোড়া গোল করে দলকে আরও এগিয়ে দেন। শেষমেশ বড় ব্যবধানেই নিজেদের জয় সুনিশ্চিত করে আল নাসর। করিম বেঞ্জেমাদের ঘরের মাঠে পরাজিত হয়েই মাঠে ছাড়তে হয়। আল নাসর আপাতত লিগ তালিকায় ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে। ইত্তিহাদ ২৮ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: জোড়া টেস্ট সিরিজ জিতে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন হরমনপ্রীত, সঙ্গী কোচ