Cristiano Ronaldo: দল হারল, রোনাল্ডোকে শুনতে হল মেসির নামে জয়োধ্বনি, কী প্রতিক্রিয়া পর্তুগিজ মহাতারকার?
CR7: পর্তুগিজ মহাতারকা কি ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন যে, ক্লাবের হয়ে মাঠে নেমেও তাঁকে মেসির নামের জয়োধ্বনি শুনতে হবে?
![Cristiano Ronaldo: দল হারল, রোনাল্ডোকে শুনতে হল মেসির নামে জয়োধ্বনি, কী প্রতিক্রিয়া পর্তুগিজ মহাতারকার? Cristiano Ronaldo walks off to chants of 'Messi, Messi' as Al-Nassr lose 0-3 to Al-Hilal in Riyadh derby Cristiano Ronaldo: দল হারল, রোনাল্ডোকে শুনতে হল মেসির নামে জয়োধ্বনি, কী প্রতিক্রিয়া পর্তুগিজ মহাতারকার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/02/f78158579fd3b46f4b572470a42bc975170151679471950_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার কে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নাকি লিওনেল মেসি (Lionel Messi), একটা সময় তা নিয়ে চায়ের ঠেকে তুফান উঠত। পর্তুগালের হয়ে রোনাল্ডো ইউরো কাপ জেতার পর সকলেই সিআরসেভেন-কে এগিয়ে রেখেছিলেন। তবে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতার পর যেন অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন মেসি। রোনাল্ডো যেন ফিনিশিং লাইনে গিয়ে পিছিয়ে পড়েছেন। মেসি ভক্তরা সাফ বলে দেন, রোনাল্ডোর সাফল্যের ঝুলিতে তো বিশ্বকাপই নেই। তাহলে কীসের আর সর্বশ্রেষ্ঠ তারকা?
কিন্তু পর্তুগিজ মহাতারকা কি ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন যে, ক্লাবের হয়ে মাঠে নেমেও তাঁকে মেসির নামের জয়োধ্বনি শুনতে হবে?
রিয়াধ ডার্বিতে নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের ক্লাব আল-হিলালের বিরুদ্ধে খেলতে নেমেছিল রোনাল্ডোর আল নাসর। ম্যাচে ৩-০ গোলে হেরেছেন রোনাল্ডোরা। বিরতির সময় মাঠ ছাড়ছিলেন সি আর সেভেন। সেই সময়ই গ্যালারি থেকে উড়ে আসে মেসির নাম ধরে স্লোগান।
এই ম্যাচে গোল না পেলেও সৌদি লিগে এখন সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো। প্রাক্তনরা বলছেন, তিনি এখন পরিণত। তাই দল হারলেও রোনাল্ডোর মুখে লেগেছিল হাসি। উত্তেজনার ম্যাচে দেখা যায় সতীর্থদের আগলাচ্ছেন রোনাল্ডো। মেসির নামে জয়োধ্বনি শুনেও মেজাজ হারাননি রোনাল্ডো। বরং সেই মেসি ভক্তদের দিকে চুমু ছুড়ে দিয়ে মাঠ ছাড়েন সি আর সেভেন।
একটা সময় লা লিগায় দুই ফুটবলার একে অপরের প্রতিপক্ষ ছিলেন। মেসি ছিলেন বার্সেলোনার মধ্যমণি। আর রোনাল্ডো রিয়াল মাদ্রিদের সুপারস্টার। লা লিগায় এল ক্লাসিকো মানেই ভক্তরা দুই তারকার টক্কর দেখার জন্য মুখিয়ে থাকতেন। কিন্তু এখন একজন খেলেন মার্কিন মুলুকে। মেসি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। অন্যজন এশিয়ার মাটিতে। রোনাল্ডোর দল আল নাসর। তবুও মাঠ ও মাঠের বাইরে তাঁদের ছায়াযুদ্ধ চলছে। তবে একটা সময় ছিল মেসির নাম শুনলে মেজাজ হারাতেন সি আর সেভেন। কিন্তু এখন পাল্টে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই, শুক্রবার রিয়াধ ডার্বিতে মেসির নাম শুনে উড়ন্ত চুম্বন দিলেন সি আর সেভেন।
আরও পড়ুন: Moahmmed Shami Exclusive: গোড়ালিতে চোট, মুম্বইয়ে চলছে চিকিৎসা, শামির খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)