Cristiano Ronaldo: কাতারেই শেষ নয়, নিজের অবসরের বিষয়ে কী জানালেন রোনাল্ডো?
Cristiano Ronaldo Update: দেশের জার্সিতে ১৮৯টি ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন রোনাল্ডো। এছাড়াও ১০টি মেজর টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি এখনও পর্যন্ত।
লিসবন: মনে করা হচ্ছিল যে কাতার বিশ্বকাপের (Qatar World Cup) পরই হয়ত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronalo) মানেই চমক তো থাকবেই। এবার সেরকই চমক দিলেন তিনি। মাঠে নয়, মাঠের বাইরে। সমর্থকদের উদ্দেশে জানিয়ে দিলেন যে কাতার বিশ্বকাপের পরই ফুটবলকে বিদায় জানাচ্ছেন না তিনি।
কী বললেন রোনাল্ডো?
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে সম্প্রতি পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপরই তিনি বলেন, ''আমার সফর এখনই শেষ হয়নি। আমি বিশ্বকাপ ও ইউরো কাপে অংশ নিতে চাই। আমি এখনও মোটিভেটেড। আমার প্রত্যাশাও আরও উচ্চ।'' উল্লেখ্য, দেশের জার্সিতে ১৮৯টি ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন রোনাল্ডো। এছাড়াও ১০টি মেজর টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি এখনও পর্যন্ত। ইরানের আলি দায়িকে টেক্কা দিয়ে এই মুহূর্তে বিশ্ব ফুটলে সর্বাধিক গোলের মালিক রোনাল্ডো।
কিছুদিন আগে, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৮০০ গোলের মালিক হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৮০০ গোল পূর্ণ করলেন তিনি। এই মুহূর্তে তিনি ৮০১ গোলের মালিক। দ্বিতীয় স্থানে রয়েছেন ফুটবল সম্রাট পেলে। তিনি ৭৬৫ গোলের মালিক। তৃতীয় স্থানে রয়েছেন মেসি। তাঁর ঝুলিতে রয়েছে ৭৫৬ গোল। কিছুদিন আগেই সপ্তমবার ব্যালন ডি অর খেতাব জিতেছেন মেসি। এবার রোনাল্ডোও নতুন নজির গড়েছিলেন।
এই নজির গড়তে রোনাল্ডো মোট খেলেছেন ১০৯৭ ম্যাচ। রিয়াল মাদ্রিদের জার্সিতে কেরিয়ারের সবচেয়ে বেশি গোল করেছেন সি আর সেভেন। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তিনি ৪৫০ গোল করেছেন। কেরিয়ারের শুরুতে পোর্তোর হয়ে মোট ৫ গোল করেছেন। জুভেন্তাসের হয়ে ১০১ গোলে, দেশের জার্সিতে পর্তুগালের হয়ে ১১৭ গোল করেছেন।
বয়স ৩৭ পার করেছে, তাও বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম অবশ্যই থাকবে। সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামলেও, এখনও একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন পর্তুগিজ অধিনায়ক। তাঁর পারফরম্যান্সের ওপর পর্তুগাল এখনও নির্ভরশীল।