এক্সপ্লোর
Advertisement
ইংল্যান্ড পরাজিত ১-২ গোলে, প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়া
মস্কো: অঘটনের মস্কো বিশ্বকাপ দ্বিতীয় সেমিফাইনালেও অঘটন অব্যাহত রাখল। ফেভারিট ইংল্যান্ডকে ১-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল লুকা মাদ্রিচের ক্রোয়েশিয়া। প্রথমবার বিশ্বকাপ জয়ের লড়াইয়ে তারা ফ্রান্সের মুখোমুখি হবে।
এই প্রথম বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেও দাভর সুকেরের হাত ধরে ১৯৯৮-এ বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছয় ক্রোয়েশিয়া। সেবারই তারা প্রথম বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। তাৎপর্যপূর্ণভাবে সেবার সেমিফাইনাল ক্রোটরা খেলেছিল ফ্রান্সেরই বিরুদ্ধে। প্রথমে গোল দিয়ে এগিয়ে গেলেও ২-১-এ তারা হেরে যায় সেই ম্যাচ। অতএব ১৫ তারিখ, রবিবারের ফাইনাল লুকা মার্দিচদের ’৯৮-এর জবাব দেওয়ারও ম্যাচ হবে।
গতকাল গভীর রাতে ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই গোল দিয়ে এগিয়ে যায় ইংল্যান্ড। উল্টোদিকে বেশ জড়োসড়ো লাগছিল ক্রোটদের। ইংল্যান্ডের হয়ে গোল করেন ফ্রি কিকে গোল করেন কিরান ট্রিপির। এরপর দ্বিতীয় গোল করার বেশ কয়েকটি সুযোগ পেলেও অধিনায়ক হ্যারি কেন, জেসে লিঙ্গার্ড ও রহিম স্টার্লিং সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তা সত্ত্বেও বিরতি পর্যন্ত ১-র-য় এগিয়ে ছিল তারা।
দ্বিতীয়ার্ধ্বে তেড়ে ফুঁড়ে খেলা শুরু করে ম্যাচ ধরে নেয় ক্রোয়েশিয়া। তাদের দুই ডিফেন্ডারকে টপকে হ্যারি কেন আর বিশেষ সুবিধে করতে পারেননি। ম্যাচের ৬৮ মিনিটে ইভান পেরিসিক সিমে বসাল্জকোর পাসে গোল করে ১-১ করেন। খেলা গড়ার অতিরিক্ত সময় পর্যন্ত। ১০৯ মিনিটে মারিও মান্ডুজুকিচ নির্ণায়ক গোল করে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement