CWG 2022: সেমিফাইনালের কাদের বিরুদ্ধে খেলবে হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারত?
Indian Women's Cricket Team: ভারতীয় সময় অনুযায়ী শনিবার সেমিফাইনাল ম্যাচ শুরুর দুপুর ৩.৩০টেতে। এই ম্যাচে জয় ভারতের পদক নিশ্চিত করে দেবে, অবশ্য হারলেও রবিবার ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা রয়েছে।
বার্মিংহাম: বার্বাডোজকে হারিয়ে আগেই চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) নিজেদের টিকিট পাকা করে ফেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষও নির্ধারিত হয়ে গেল।
নির্ধারিত সেমিফাইনালের সূচি
বৃহস্পতিবারই (৪ অগাস্ট) কমনওয়েলথ গেমসে ক্রিকেটের লিগ পর্ব শেষ হয়ে গিয়েছে। সেই পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এর ফলেই গ্রুপ 'বি'-তে শীর্ষস্থানে লিগ পর্ব সমাপ্ত করে ইংল্যান্ড। সূচি অনুযায়ী গ্রুপ 'বি'-তে শীর্ষস্থানে থাকা দলের বিরুদ্ধে খেলার কথা গ্রুপ 'এ'-তে দ্বিতীয় স্থানে শেষ করা দলের। সেইমতোই গ্রুপ 'এ'-তে দ্বিতীয় স্থানে শেষ করার দৌলতে ভারতীয় দল সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। অপরদিকে, নিউজিল্যান্ড অপর সেমিফাইনালে পড়শি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে।
The #B2022 semi-finals line-up 🤩
— ICC (@ICC) August 5, 2022
Tell us your finalists 👇 pic.twitter.com/YahHnULtwd
এদিন নিউজিল্যান্ডকে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে মাত্র ৭১ রানের বেশি এগোতে দেয়নি ইংল্যান্ড। জবাবে ইংল্যান্ড মাত্র ১২ ওভারেই প্রয়োজনীয় রান তাড়া করে ম্যাচ জিতে যায়। ফলে শনিবার (৬ অগাস্ট) ভারতের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলতে নামবে ইংল্য়ান্ড। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরুর সময় দুপুর ৩.৩০টে। এই ম্যাচে জয় ভারতের পদক নিশ্চিত করে দেবে, অবশ্য হারলেও রবিবার ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা রয়েছে।
প্রথম পুরস্কার
ভারতীয় মহিলা দল এখনও বিশ্ব ক্রিকেটে কোনও ট্রফিই জিততে পারিনি। গত তিন আইসিসি টুর্নামেন্টের মধ্যে দুইবার, ২০১৮ সালে ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০২০ সালে অস্ট্রেলিয়ায় ২০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দল ফাইনালে পৌঁছেছিল। যদিও এ বছর চূড়ান্ত হতাশাজনকভাবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত। কমনওয়েলথ গেমসে পদক বিশ্বকাপের স্তরের না হলেও, ভারতীয় দলের জন্য এই পদকের গুরুত্ব কিন্তু অপরিশীম। তাই এবার যাতে ইংল্যান্ড থেকে খালি হারতে ফিরতে না হয়, তার জন্য মরিয়া হয়েই মাঠে নামবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল।
আরও পড়ুন: ভারতীয় পালোয়ানদের দাপট, সেমিফাইনালে পৌঁছলেন সাক্ষী, অংশু, দীপক, মোহিত