এক্সপ্লোর
Advertisement
সৌজন্য দেখিয়ে সানরাইজার্সের প্রাক্তন সতীর্থরা ক্ষমা চান, দাবি স্বরা ভাস্করের, প্রতিক্রিয়া জানালেন ডারেন স্যামিও
আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্সের ড্রেসিংরুমে বর্ণবিদ্বেষী মন্তব্যের বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ডারেন স্যামি। দসের সহ খেলোয়াড়দের কেউ কেউ তাঁকে ‘কালু’ বলে ডেকেছিলেন বলে অভিযোগ করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ওই অবমাননাকর মন্তব্যের জন্য সানরাইজার্স হায়দরাবাদের সদস্যদের ক্ষমা চাইতে বলেছিলেন।
নয়াদিল্লি: আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্সের ড্রেসিংরুমে বর্ণবিদ্বেষী মন্তব্যের বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ডারেন স্যামি। দসের সহ খেলোয়াড়দের কেউ কেউ তাঁকে ‘কালু’ বলে ডেকেছিলেন বলে অভিযোগ করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ওই অবমাননাকর মন্তব্যের জন্য সানরাইজার্স হায়দরাবাদের সদস্যদের ক্ষমা চাইতে বলেছিলেন।
শুক্রবার সকালে সামি ট্যুইট করে জানিয়েছিলেন যে, সানরাইজার্সের প্রাক্তন এক সতীর্থের সঙ্গে তাঁর দারুণ কথা হয়েছে। সামি বলেছেন, ওদের মধ্যে একজনের সঙ্গে আমার দারুণ কথাবার্তা হয়েছে। নেতিবাচক দিকের পরিবর্তে সবাইকে বোঝানোর চেষ্টা করব আমরা। আমার ভাই আমাকে আশ্বস্ত করেছেন যে, ভালোবাসা দিয়েই চিনি চালিত। আমি তাঁর কথা বিশ্বাস করেছি।
সামি এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করে বলেছেন যে, চলতি সমস্যা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ব্যাপারে তিনি আশাবাদী।
যাইহোক এ ব্যাপারে স্যামির ট্যুইটের উল্লেখ করে স্বরা বলেছেন যে, সানরাইজার্স হায়দরাবাদের দলের সদস্যদের সৌজন্যতা হিসেবে অবমাননাকর মন্তব্যের জন্য স্যামির কাছে ক্ষমা চাওয়া উচিত। অভিযোগ থেকে সরে এসে প্রাক্তন সতীর্থর সঙ্গে কথোপথনে উল্লেখ করে স্যামি যে মন্তব্য করেছেন তা স্বরা ভালোভাবে নেননি। তিনি বলেছেন, 'কেউ যদি কোনও কৃষ্ণাঙ্গ সম্পর্কে কালু শব্দ ব্যবহার করে বলেন যে, ভালোবাসার স্থান থেকেই এ কথা বলেছেন, তাহলে স্যামি কী বলবেন?'
এর জবাব দিয়ছেন স্যামি। তিনি বলেছেন, এই সুযোগটা তিনি একে অপরকে শিক্ষিত করে তোলার কাজে ব্যবহার করতে চান। সেইসঙ্গে বলেছেন, কোনও কিছু সম্পর্কে ভুল বুঝতে পারলেই একজন ক্ষমা চাইতে পারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement