IND vs ENG: ''কেরিয়ারের সবচেয়ে অন্ধকারময় সময়'', ট্যুইটারে বিরাটকে নিয়ে হাজারো প্রশ্ন
IND vs ENG 2022: প্রথম ইনিংসে ১১ রান করে আউট হয়েছিলেন কোহলি। ম্য়াটি পটসের অফস্ট্যাম্পের বাইরের বল খেলব না ছাড়়ব, এই ভাবতে ভাবতেই বোল্ড হয়ে যান বিরাট।
এজবাস্টন: তিনি কবে আবার সেঞ্চুরি করবেন, এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। আদৌ কি বিরাট কোহলি (Virat Kohli) আর কোনওদিন সেঞ্চুরি করতে পারবেন? এই প্রশ্নও বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে যেভাবে ২ ইনিংসে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট, তাতে অনেকেই মনে করছেন যে শুধু ফর্ম নয়, নিজের ভাগ্যও এখন সঙ্গ দিচ্ছে না কোহলি। অনেক তো মনে করছেন যে কেরিয়ারের সবচেয়ে অন্ধকারময় সময় এটা কোহলির।
এজবাস্টনে যেভাবে আউট হলেন বিরাট
প্রথম ইনিংসে ১১ রান করে আউট হয়েছিলেন কোহলি। ম্য়াটি পটসের অফস্ট্যাম্পের বাইরের বল খেলব না ছাড়়ব, এই ভাবতে ভাবতেই বোল্ড হয়ে যান বিরাট। ব্যাটের কানায় লেগে সেই বল অফস্ট্যাম্প ভেঙে দেয়। দ্বিতীয় ইনিংসে ২০ রান করে যখন ক্রিজে সেট হচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বেন স্টোকসের দুর্দান্ত একটি বল বিরাটের গ্লাভস ছুঁয়ে চলে যায় ইংল্যান্ড উইকেট কিপার স্যাম বিলিংসের হাতে। বিলিংস ক্যাচ মিস করলেও বল মাটিতে পড়ার আগেই তা লুফে নেন জো রুট। এখানেও ভাগ্য সঙ্গ দিল না প্রাক্তন ভারত অধিনায়কের। আর এরপরই ট্যুইটারে একের পর এক প্রতিক্রিয়া আসতে থাকে।
Probably the darkest phase of @imVkohli career #INDvENG
— John Banega Don... (@drjay512) July 3, 2022
Sam Billings missed the Virat Kohli's catch but Joe Root grabs it in first slip - Not only form, luck is also completely against Virat. pic.twitter.com/ahEf8fca8E
— CricketMAN2 (@ImTanujSingh) July 3, 2022
এদিকে এজবাস্টন টেস্টে চালকের আসনে ভারত। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছেন চেতেশ্বর পূজারা। যদিও চতুর্থ দিনের শুরুতে ব্রডের বলে ৬৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। কিন্তু প্রায় তিনশো রানে এগিয়ে রয়েছে ভারত।
আরও পড়ুন: ট্যুইটারেও তিনিই 'নজফগড়ের নবাব', ফের বুঝিয়ে দিলেন সহবাগ