এক্সপ্লোর
Advertisement
কে বেশি ভালো? শিল্পা না ক্যান্ডিস? 'মুকাবিলা' গানের তালে সস্ত্রীক নাচ করে প্রশ্ন ওয়ার্নারের
ফের একবার টিকটক ভিডিওতে 'মুকাবিলা' গানের সঙ্গে ভাইরাল হল অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের নাচ। তিনি একা নয়, তাঁর সঙ্গে সমান তালে নাচ করলেন স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার।
নয়াদিল্লি: লকডাউনে ছেদ পড়েছে ২২ গজের জীবনে। তাই এখন তিনি কখনও কাটাপ্পা, কখনও ম্যাজিক ব্যাট চ্যালেঞ্জ নিচ্ছেন টিকটকে, আবার কখনও পা মেলাচ্ছেন তেলেগু গানের ছন্দে। ফের একবার টিকটক ভিডিওতে 'মুকাবিলা' গানের সঙ্গে ভাইরাল হল অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের নাচ। তিনি একা নয়, তাঁর সঙ্গে সমান তালে নাচ করলেন স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার।
লকডাউনে বাড়িতে বসে তামাম ক্রিকেট দুনিয়া। বাড়িতে বসে নিজেদের মতো করে বিনোদনের উপায় খুঁজে নিচ্ছেন সবাই। নিজের বাড়িতে স্ত্রী ও তিন সন্তান ও স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার। একের পর এক টিকটক ভিডিও করে নজর কেড়েছেন এই তারকা ক্রিকেটার। তার ভিডিওতে মজেছেন অনুরাগীরা। সম্প্রতি 'মুকাবিলা' গানের সঙ্গে স্ত্রীর সঙ্গে নাচ করতে দেখা গেল ওয়ার্নারকে। সেই সঙ্গে তিনি ক্যাপশানে অনুরাগীদের উদ্দেশে ছুঁড়ে দিলেন প্রশ্ন। লিখলেন, 'কে বেশি ভালো? শিল্পা শেট্টি কুন্দ্রা নাকি ক্যান্ডিস ওয়ার্নার?'
কিছুদিন আগে এই একই গানের সঙ্গে নাচের ভিডিও আপলোড করেছিলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। কেবল অভিনেত্রী নয়, বলিউডে শিল্পার খ্যাতি রয়েছে নৃত্যশিল্পী হিসাবেও। তাঁর সেই নাচের ভিডিওতে দেখা গিয়েছিল প্রভুদেবাকেও। অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সেই ভিডিওর প্রসঙ্গ তুলেই স্ত্রীর সঙ্গে শিল্পা শেট্টির তুলনা করেন ওয়ার্নার।
কিছুদিন আগেই ডেভিড ওয়ার্নার ইনস্টাগ্রামে তাঁর 'সিনেমার নাম বোঝা'-র খেলায় আরও একটি মজাদার টিকটক ভিডিওর মাধ্যমে করেন। যেখানে তাঁকে একজন যোদ্ধার পোশাকে এবং তাঁর মেয়েকে ব্লকবাস্টার চলচ্চিত্র 'বাহুবলী'র একটি দৃশ্য পুনরায় তৈরি করতে সেনাবাহিনীর পোষাকে সাজানো হয়েছে। পরিবারের সঙ্গে কার রেসের টিকটক ভিডিওটিও মন কেড়েছিল অনুরাগীদের।
এছাড়াও ম্যাজিক ব্যাট চ্যালেঞ্জ থেকে সানরাইজার্স হায়দরাবাদের গান দুর্দান্ত পারফরমেন্স, লকডাউনে বারবার জনপ্রিয় হয়েছে অজি তারকা ডেভিড ওয়ার্নারের টিকটক ভিডিও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement