এক্সপ্লোর
অনুশীলন ম্যাচে হ্যাজেলউডের বাউন্সারে চোট পেলেন ওয়ার্নার
![অনুশীলন ম্যাচে হ্যাজেলউডের বাউন্সারে চোট পেলেন ওয়ার্নার David Warner Hit In Neck By Josh Hazlewood Bouncer Immediately Retires Hurt অনুশীলন ম্যাচে হ্যাজেলউডের বাউন্সারে চোট পেলেন ওয়ার্নার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/16115454/warnerinjury2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ডারউইন: অনুশীলন ম্যাচে জোশ হ্যাজেলউডের বাউন্সারে আহত হলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
ডারউইনে ওই অনুশীলন ম্যাচে তখন ২ রানে ব্যাট করছিলেন ওয়ার্নার। পেসার হ্যাজেলউডের বাউন্সারে ব্যাট চালাতে গিয়ে মিস করেন ওয়ার্নার। বল তাঁর গলার কাছে লাগে। বলের আঘাত লাগার পর ওয়ার্নার বসে পড়েন। সঙ্গে সঙ্গেই অবশ্য উঠে দাঁড়িয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
জানা গেছে, ওয়ার্নারের আঘাত গুরুতর নয়। তিনি ফিট রয়েছেন।
উল্লেখ্য, ২০১৪-তে ঘরোয়া ম্যাচে শন অ্যাবটের একটি বাউন্সারে হুক করতে গিয়ে চোট পেয়েছিলেন ফিল হিউজ। মাথার পিছন দিকে কানের ঠিক নিচে বল লেগে ছিড়ে যায় মস্তিস্কে রক্ত যাওয়ার প্রধান শিরা। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পরই মাঠে হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিই উস্কে দিল ডারউইনের ম্যাচের এই ঘটনা। ফিট হলেও ওয়ার্নার ম্যাচের শেষদিন মাঠে নামবেন কিনা, তা স্পষ্ট নয়। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের আগে ওয়ার্নার একাদশ ও স্মিথ একাদশের মধ্যে ওই অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থা হয়।
![warnerinjury](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/16115451/warnerinjury-300x169.jpg)
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)