এক্সপ্লোর
কোহলির ফিটনেসে মুগ্ধ ওয়ার্নারের মন্তব্য, 'তুমি তো চিন্নাস্বামীর বাইরে বল পাঠিয়ে দেবে'

নয়াদিল্লি: বল বিকৃতি কেলেঙ্কারিতে এক বছরের জন্য নির্বাসিত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ওই বিতর্কিত পর্বের পর বেশ কিছুদিন কেটেছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বিধ্বংসী ওপেনারের জীবন।কখনও তাঁকে দেখা যাচ্ছে ধারাভাষ্য দিতে, আবার কখনও ক্রিকেট খেলতেও দেখা গিয়েছে। এরইমধ্যে আইপিএলে তাঁর সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির একটি ছবি বেশ উপভোগ করেছিলেন। কয়েকদিন আগেই ফিটনেস নিয়ে খুঁতখুঁতে কোহলি নিজের ইন্সটাগ্রাম পেজে তাঁর এক্সারসাইজের একটি ছবি পোস্ট করেছিলেন। ওই ছবিতে তাঁকে পা মজবুত করার ব্যায়াম করতে দেখা গিয়েছিল। ওই ছবি শেয়ার করে কোহলি লিখেছেন, আজকের পর্বে শরীরে নিচের অংশ মজবুত করতে ল্যাটারাল ব্যান্ড ওয়াক, মন্স্টার ওয়াক এবং তারপর ট্রেডমিলে ১৬ কিমি প্রতি ঘন্টায় ৮০ মিটার x ১২ রিপিটেশন সহ প্রচুর অনুশীলন ছিল। প্রত্যেক স্ট্রাইডের পর ১৫ সেকেন্ডের বিরতি এবং ১২ টি করে দুটো সেট করতে হয়েছে। দিনের শুরুটা এভাবেই করতে হয়। [embed]https://www.instagram.com/p/BkMmkRPAWbN/?utm_source=ig_embed[/embed] কোহলির ওই পোস্ট দেখে তাঁর ফিটনেস নিয়ে মুগ্ধ ওয়ার্নার। তিনি তাঁর কমেন্টে লেখেন, তোমার পা তো বেশ মজবুত, কিন্তু বাইসেপসের কী। তুমি তো সহজেই বল চিন্নাস্বামীর বাইকে মারতে পারবে। ওয়ার্নারের ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















