David Warner: চারদিন আগে হারিয়ে গিয়েছিল, অবশেষে প্রিয় ব্যাগি গ্রিন টুপি হাতে পেলেন ওয়ার্নার
AUS vs PAK: ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা দেখেশুনে ৭০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। ওয়ার্নারকে আগা সলমন ৩৪ রানে আউট করেন। নিজের শেষ টেস্ট ইনিংসে চারটি বাউন্ডারি মারেন ওয়ার্নার।
সিডনি: কিছুদিন আগেই খোয়া গিয়েছিল তাঁর ব্যাগি গ্রিন টুপিটি। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় এই বিষয়ে কাতর আবেদন জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর প্রিয় টুপিটি যাতে তাঁকে ফেরত দেওয়া হয় সেই আবেদনই রেখেছিলেন তিনি। অবশেষে চারদিনের মাথায় প্রিয় টুপি পেলেন অজি ওপেনার। ২০১১ সালে টেস্টে অভিষেকের পর থেকে ওযার্নারের সঙ্গী এই ব্য়াগি গ্রিন টুপি। ওয়ার্নার নিজেই জানিয়েছেন যে সিডনিতে টিম হোটেল থেকে পাওয়া গিয়েছে সেই টুপি। কিন্তু কোথায় ছিল সেই টুপিটি? কে ফেরত দিয়ে গেলেন, তা নিয়ে কিছুই জানা যায়নি।
নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ওয়ার্নার জানান, ''আমি সবাইকে জানাতে চাই যে আমি আমার প্রিয় ব্যাগি গ্রিন টুপিটি ফেরত পেয়েছি। নিজে চিন্তামুক্ত হলাম অবশেষে। হোটেলর কর্তৃপক্ষ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।''
View this post on Instagram
উল্লেখ্য, পাকিস্তানকে প্রথম দিনে ৩১৩ রানে আউট করে দেওয়ার পর তৃতীয় টেস্টের (AUS vs PAK 3rd Test) দ্বিতীয় দিনে সকলের নজর ছিল ডেভিড ওয়ার্নারের দিকে। অস্ট্রেলিয়ান ওপেনার নিজের শেষ টেস্ট ইনিংস খেলতে নেমেছিলেন বৃহস্পতিবার। ঘরের মাঠে শেষ ইনিংসে বড় রান করতে পারলেন না তিনি। মাত্র ৩৪ রানেই আউট হলেন ওয়ার্নার। বৃষ্টি ও খারাপ আলোর জেরে দ্বিতীয় দিনের কার্যত আধা দিন খেলাই সম্ভব হল না।
অন্তিম টেস্টের দ্বিতীয় দিন নির্ধারিত ৯০ ওভারের মধ্যে মাত্র ৪৬ ওভার খেলা সম্ভব হল। সেই ৪৬ ওভারে অজ়িরা দুই উইকেটের বিনিময়ে ১১০ রান বোর্ডে তোলে। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৬/২। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ব্যাটাররা শুরু থেকেই বেশ চাপে ছিল। স্বভাবচিত আগ্রাসী মেজাজে নয়, বরং খানিকটা দেখেশুনেই নিজেদের ইনিংস এগিয়ে নিয়ে যান তাঁরা।
ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা দেখেশুনে ৭০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। ওয়ার্নারকে আগা সলমন ৩৪ রানে আউট করেন। নিজের শেষ টেস্ট ইনিংসে চারটি বাউন্ডারি মারেন ওয়ার্নার। । ওয়ার্নার আউট হওয়ার পর পরই ৭৮ রানে প্রথম সেশন শেষ হয়। দ্বিতীয় সেশনে অজ়ি ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সামলান সেট খাওয়াজা ও মার্নাস লাবুশেন।