এক্সপ্লোর
Advertisement
কোহলি, ডিভিলিয়ার্সের সেঞ্চুরি, ১৪৪ রানে গুজরাত লায়ন্সকে হারাল আরসিবি
ব্যাঙ্গালোর: সংহার মূর্তিতে এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামে দুজনের ব্যাটে সাইক্লোন। যার ফলশ্রুতিতে রানের পাহাড়ে বসে হেলায় গুজরাত লায়ন্সকে হারাল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আইপিএলের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তাদের কাছে। রানের পাহাড়ে গুজরাত লায়ন্সকে পিষে দিয়ে গেল তারা। ডি ভিলিয়ার্সের ৫২ বলে অপরাজিত ১২৯ ও কোহলির ৫৫ বলে ১০৯-এর সৌজন্যে আরসিবি ৩ উইকেটে ২৪৮ রান তোলে। জবাবে ১৮.৪ ওভারে মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায় গুজরাত লায়ন্স। ১৪৪ রানের বিরাট জয়ের সুবাদে টুর্নামেন্টে সাফল্যের দরজা খোলার একটি সম্ভাবনা তৈরি হল আরসিবির সামনে। ১১টি ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। নেট রান রেট +০.৬২৭। এবার বাকি তিনটি ম্যাচ জিতলে প্লে অফে তৃতীয় বা চতুর্থ দল হিসাবে যেতে পারে তারা।
এ পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান ৫ উইকেটে ২৬৩। পুনে ওয়্যারিয়র্সের বিরুদ্ধে এই রেকর্ড রান করেছে আরসিবি-ই। তার কিছুটা কাছাকাছিই আজ পৌঁছে যান কোহলি-ডি ভিলিয়ার্স। কোহলি মারেন ৫টি চার, আটটি ৬। এই নিয়ে একটি আইপিএলে তিনটি শতরানের বিরল কৃতিত্বের অধিকারী হলেন তিনি। ডি ভিলিয়ার্স ১০টি চার, ১২টি ছক্কা মারেন। যদিও শুরুতে ব্যর্থ হন আরসিবির ক্রিস গেইল। মাত্র ৬ রান করেন তিনি।
পাল্টা ব্যাট করতে নেমে ক্রিস জর্ডন, যজুবেন্দ্র চাহলের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে লায়ন্সরা। কিছুটা প্রতিরোধ আসে অ্যারন ফিঞ্চ (২৭)-এর ব্যাটে। জর্ডন ১১ রানে ৪ উইকেট, চাহল ১৯ রানে তিন উইকেট নেন। সচিন বেবীর সংগ্রহ ৪ রানে ২টি উইকেট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement