Deodhar Trophy: সেঞ্চুরি হাঁকিয়ে পূর্বাঞ্চলকে দেওধর ট্রফির ফাইনালে তুললেন রিয়ান পরাগ
Deodhar Trophy 2023: অভিমন্যু ৩৮ রান করে ফিরে গেলেও উৎকর্ষ অর্ধশতরান করে আউট হন। বিরাট সিংহ ৪২ রানের ইনিংস খেলেন। অধিনায়ক সৌরভ ১৩ রান করে আউট হন।
পুদুচেরী: দেওধর ট্রফিতে দুরন্ত শতরান হাঁকালেন রিয়ান পরাগ। একইসঙ্গে নিজের দল পূর্বাঞ্চলকে ফাইনালে পৌঁছে দিলেন তিনি। তারা হারিয়ে দিলেন সেমিফাইনালে পশ্চিমাঞ্চলকে। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্বাঞ্চলের অধিনায়ক সৌরভ তিওয়ারি। ওপেনিংয়ে নেমেছিলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ ও বিহারের উৎকর্ষ সিংহ। অভিমন্যু ৩৮ রান করে ফিরে গেলেও উৎকর্ষ অর্ধশতরান করে আউট হন। বিরাট সিংহ ৪২ রানের ইনিংস খেলেন। অধিনায়ক সৌরভ ১৩ রান করে আউট হন। এরপর মিডল অর্ডারে রিয়ান পরাগ ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৬৮ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে পাঁচটি ছক্কা ও ৬টি বাউন্ডারি হাঁকান। ৪৭ বলে ৫৩ রানের ইনিংস খেলে রিয়ানকে যোগ্য সঙ্গ দেন কুশগ্র। পূর্বাঞ্চল বোর্ডে ৭ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলে নেয় ৫০ ওভার শেষে
জবাবে ব্য়াট করতে নেমে মাত্র ১৬২ রানে অল আউট হয়ে যায় পশ্চিমাঞ্চল। একমাত্র ওপেনার হার্ভিক দেশাই ৯২ রানের ইনিংস খেলেন। পূর্বাঞ্চলের হয়ে মণিশঙ্কর মুরাসিংহ একাই ৫ উইকেট তুলে নেন। পশ্চিমাঞ্চলের আর কোনও ব্যাটারই বড় রান পাননি। ফলে পূর্বাঞ্চলের জয় সহজ হয়ে যায়। ১৫৭ রানের বিশাল ব্য়বধানে জয় ছিনিয়ে নেয় তারা।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। এই দুই দলের মধ্যে যারা জিতবে তারাই মুখোমুখি হবে পূর্বাঞ্চলের।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল ঘোষণা
ভারতের বিরুদ্ধে আজ শেষ ওয়ান ডে ম্যাচে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) শিবির। এরপরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ২ দল। রোহিতদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল ক্যারিবিয়ানরা। দলে ফিরলেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার শাই হোপ ও তারকা পেস বোলার ওসানে থমাস। ওয়ান ডে সিরিজের পরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ২ দল।
শাই হোপ ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে খেলছেন। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে গত বছর ফেব্রুয়ারির পর আর তাঁকে দেখা যায়নি। অন্যদিকে থমাস ২০২১ ডিসেম্বরের পর ফের টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকে পড়ছেন। ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।
টি-টােয়ন্টি সিরিজে রভমন পাওয়েল ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন। দলে রয়েছেন সহ অধিনায়ক কেইল মায়ার্স। এছাড়াও আছেন নিকােলাস পুরান, শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারের মত বড় নাম।