এক্সপ্লোর
ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতে আসছেন না ক্যারিবিয়ান ব্যাটসম্যান এভিন লুইস

গুয়াহাটি: এবারের ভারত সফরে দু’টি টেস্ট ম্যাচেই পর্যুদস্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজ দল সংক্ষিপ্ত ওভারের সিরিজ শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেল। ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতে আসছেন না ব্যাটসম্যান এভিন লুইস। সম্প্রতি এই ওপেনার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের চুক্তিতে সই করেননি। ক্রিস গেইলের পথে হেঁটেই দেশের হয়ে খেলার বদলে বিভিন্ন দেশের টি-২০ লিগে খেলতে চাইছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা লুইস। তাঁর বদলে একদিনের সিরিজের দলে এসেছেন কিয়েরন পাওয়েল এবং টি-২০-র দলে এসেছেন নিকোলাস পুরান। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাওয়েল ও পুরানকে এভিন লুইসের বদলে একদিনের ও টি-২০ দলে থাকার কথা বলা হয়েছে। আলজারি জোশেফ এখনও সম্পূর্ণ ফিট না হয়ে ওঠায় তাঁর বদলে পেসার ওবেড ম্যাককয়কে একদিনের ও টি-২০ সিরিজের দলে নেওয়া হয়েছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















