Sri Lanka : নিজের বাড়িতেই গুলিতে নিহত শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক !
Dhammika Niroshana SL Former U19 Captain : একাধিক রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি যখন ঘটে তখন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন নিরোশানা।
কলম্বো : ভয়ঙ্কর খবর আসছে শ্রীলঙ্কা থেকে। গুলিতে নিহত শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ধামিকা নিরোশানার। প্রাক্তন ক্রিকেটারের আম্বালাগোড়ার কান্দা মাওয়াথার বাড়িতে ঘটনাটি ঘটে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি যখন ঘটে তখন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন নিরোশানা। নিরোশানাকে যে ব্যক্তি হত্যা করেছে বলে মনে করা হচ্ছে সে একটি ১২ বোরের পিস্তল নিয়ে এসেছিল। ঘটনার খবর পেয়ে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের বাড়ি পৌঁছে যায় পুলিশ। নিরোশানার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
একসময় শ্রীলঙ্কার উঠতি ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা বলে মনে করা হত জোরে বোলার কাম এই অলরাউন্ডারকে। অনূর্ধ্ব ক্রিকেটে তিনি ফারভেজ মহারুফ, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও উপুল থারাঙ্গাদের নেতৃত্ব দিয়েছেন। তবে, মাত্র ২০ বছর বয়সেই খেলা ছেড়ে দিয়েছিলেন নিরোশানা।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১২টি ম্যাচ খেলেছিলেন নিরোশানা। ২০০১ ও ২০০৪-এর মধ্যে ৮টি এ তালিকাভুক্ত ম্যাচ খেলেন। অসাধারণ অলরাউন্ডার ছিলেন। যিনি ব্যাট ও বল হাতে দুটোতেই পারদর্শিতা দেখিয়েছিলেন।
কেরিয়ারে সক্রিয় থাকাকালীন ৩০০-র বেশি রান করেছিলেন এবং ১৯টি উইকেটও নেন। ২০০০ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব দলের হয়ে তাঁর অভিষেক হয়। দুই বছরে অনূর্ধ্ব দলের হয়ে বেশ কয়েকটি টেস্ট ও একদিনের ম্যাচ খেলেন।
এদিকে দীর্ঘ টালবাহানার পর পিছিয়ে গেছে ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) সাদা বলের সিরিজ় শুরুর দিনক্ষণ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ জুলাই থেকে সিরিজ় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী ২৬ নয়, ২৭ জুলাই থেকে শুরু হবে দুই পড়শি দেশের এই লড়াই। শনিবার, ১৩ জুলাই বিসিসিআইয়ের তরফে এক সরকারি বিবৃতিতে সিরিজ়ের দিনক্ষণ বদলানোর কথা ঘোষণা করা হয়েছে।
এই মাসের শেষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের জন্য দ্বীপরাষ্ট্রে যাবে ভারতীয় দল। সিরিজ়ের দিনক্ষণ নির্ধারিত করতে এমনিই বেশ খানিকটা দেরি হয়। তবে অবশেষে ভারত-শ্রীলঙ্কা সাদা বলের সিরিজ়ের সূচি প্রকাশিত হয়। ২৬ জুলাই থেকে প্রাথমিকভাবে সাদা বলের সিরিজ় শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের একদিন পরেই শুরু হবে এই সিরিজ়। ২৭, ২৮ ও ৩০ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। তিনটি ম্যাচই পাল্লেকেলেতে আয়োজিত হবে। তারপর শুরু হবে ওয়ান ডে সিরিজ়। বিশ ওভারের সিরিজ় পিছিয়ে যাওয়ায় ৫০ ওভারের সিরিজ়ের প্রথম ম্যাচও একদিন পরেই খেলা হবে। নতুন সূচি অনুযায়ী ২, ৪ ও ৭ অগাস্ট হবে তিনটি ওয়ান ডে ম্যাচ। প্রতিটি ওয়ান ডে ম্যাচই হবে কলম্বোয়, আর প্রেমদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিশ ওভারের ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাতটা এবং ওয়ান ডে ম্যাচগুলি দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।