এক্সপ্লোর
ধোনিকে অবসর নিতে বাধ্য করবেন না, আবেদন নাসের হুসেনের
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে শেষবার খেলেছিলেন ধোনি। তার পরে তাঁর মাঠে ফেরা নিয়ে চলছে নিরন্তর জল্পনা।
![ধোনিকে অবসর নিতে বাধ্য করবেন না, আবেদন নাসের হুসেনের 'Dhoni Is Still Really Good Talent, Don't Push Him Into Retirement](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/19045944/Dhoni.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনার জেরে চলতি মরসুমে আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত। প্রশ্ন রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। অনেকের মতে আইপিএল খেলে নিজেকে প্রমাণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢুকে পড়তেন তিনি। তবে আইপিএল না হলে কি মহেন্দ্র সিংহ ধোনিকে আর ক্রিকেট মাঠে দেখা যাবে না! অনেকের মনেই এখন এই প্রশ্ন। ধোনির অবর নিয়ে চলছে জল্পনা।
যদিও ধোনির পাশে দাঁড়াচ্ছেন নাসের হুসেন। ভারতের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়কের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘‘ধোনি যদি অবসরই নিয়ে ফেলে, তা হলে তো ওকে আর ফেরানো সম্ভবই নয়। ধোনিকে দ্রুত অবসরের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। কী মানসিক অবস্থায় রয়েছে, তা একমাত্র জানে ধোনিই। তবে দলে নেওয়া বা না-নেওয়া তো পুরোটাই নির্বাচকদের ব্যাপার।’’
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে শেষবার খেলেছিলেন ধোনি। তার পরে তাঁর মাঠে ফেরা নিয়ে চলছে নিরন্তর জল্পনা। সব ঠিকঠাক থাকলে আইপিএল-এই হয়তো ফিরতেন ধোনি। কিন্তু করোনা ভাইরাসের জেরে এখন মেগা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক হুসেন বলছেন, ‘‘জাতীয় দলে কি এখনও ফিরতে পারে ধোনি? আমি যতটুকু ধোনিকে দেখেছি, তাতে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে ওর।’’
গত বিশ্বকাপে ধোনিকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যদিও হুসেন বলেছেন, ‘‘বিশ্বকাপে একবার-দু’বারই ভুল করেছে ধোনি। রান তাড়া করতে নেমে গতি বাড়াতে পারেনি এমএস। তবে এখনও সেরাটা দেওয়ার ক্ষমতা রয়েছে ধোনির। ফলে যাঁরা ধোনির অবসর নিয়ে নানা কথা বলছেন, তাঁরা সতর্ক থাকুন।’’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)