এক্সপ্লোর
টেবিল টেনিসে ডোয়েন ব্র্যাভোর সঙ্গে টক্কর ধোনির, ভিডিও শেয়ার করল সিএসকে
আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি একটা আলাদা জায়গা করে নিয়েছেন। তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের কথা কারুর অজানা নয়। তাঁর নেতৃত্বে ভারতীয় দল তিনটি আইসিসি ট্রফি জিতেছে। ২০০৭-এ টি ২০ বিশ্বকাপ, ২০১১-তে একদিনের ক্রিকেট বিশ্বকাপ, ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয় ধোনির নেতৃত্বাধীন ভারত। আইপিএলেও চেন্নাই সুপার কিংস দলকে সাফল্য এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি একটা আলাদা জায়গা করে নিয়েছেন। তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের কথা কারুর অজানা নয়। তাঁর নেতৃত্বে ভারতীয় দল তিনটি আইসিসি ট্রফি জিতেছে। ২০০৭-এ টি ২০ বিশ্বকাপ, ২০১১-তে একদিনের ক্রিকেট বিশ্বকাপ, ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয় ধোনির নেতৃত্বাধীন ভারত। আইপিএলেও চেন্নাই সুপার কিংস দলকে সাফল্য এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল। ক্রিকেট ছাড়াও ধোনি অন্যান্য খেলাতেও পারদর্শী। আর ধোনির সেই পারদর্শীতা তুলে ধরতে চেন্নাই সুপার কিংস ধোনির টেবিল টেনিস খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।ভিডিওতে ধোনিকে ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়েন ব্র্যাভোর সঙ্গে টেবিল টেনিস খেলতে দেখা যাচ্ছে। ভিডিওতে ধোনিকে বেশ জোরে শট নিতে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করে সিএসকে লিখেছে, ধোনি তাঁর দ্রুত গতির স্ম্যাশে ব্র্যাভোকে অবাক করে দিচ্ছেন। খেলার সময় দুজনের মধ্যে মজাদার কথপোকথন শোনা গিয়েছে।
উল্লেখ্য, ধোনির অবসর নিয়ে এখন জোর জল্পনা চলছে। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও কথাই বলেননি ধোনি। এখন তিনি পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাচ্ছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















