হার্দিক নামে এক পেজে লেখা হয়েছে, ‘তোমরা লড়াই কর, আমি একটু ঘুমিয়ে নিই’।
2/15
আর একটি পেজে লেখা হয়েছে, ‘যখন মা বলেন, স্টেশন থেকে আত্মীয়দের নিয়ে এসো’।
3/15
অন্য একটি পেজে লেখা হয়েছে, ‘সুনীল শেঠ্ঠি ধোনিকে শেখাচ্ছেন—ধরিত্রী আমার মা’।
4/15
মাঠে ধোনির এই শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
5/15
ম্যাচ শুরু হওয়ার জন্য যখন শ্রীলঙ্কার খেলোয়াড়রা অপেক্ষা করছিলেন, তখন ধোনি নিজেকে এভাবেই একটু বিশ্রাম দিলেন।
6/15
গ্যালারিতে দর্শকরা যখন উপদ্রব করছে, তখন ধোনি মাঠেই শুয়ে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করলেন।
7/15
দর্শকদের বিক্ষোভ যখন চলছে তখন কিন্তু একজন একেবারেই শান্ত ছিলেন। হ্যাঁ, তিনি ‘ক্যাপ্টেন কুল’- মহেন্দ্র সিংহ ধোনি।
8/15
উল্লেখ্য, ১৯৯৬-এ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচের সময়ই ইডেনে একই ধরনের ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং বিপর্যয় হয়।
9/15
ম্যাচ ফের শুরু করার আগে গ্যালারির কিছু অংশ থেকে দর্শকদের হঠাতে নিরাপত্তা পুলিশকে ডাকা হয়।
10/15
কিন্তু দর্শকদের উগ্র বিক্ষোভের কারণে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠিয়ে দিতে হয়। কেননা, দর্শকরা তখন মাঠে বোতল ছুঁড়ছিল।
11/15
রোহিত শর্মা ১২২ ও ধোনি ৬১ রানে ব্যাটিং করছিলেন। খেলোয়াড়দের মাঠে রেখেই কিছুক্ষণ দর্শকদের শান্ত করার চেষ্টা করা হয়। তখন ধোনি ও রোহিত মাঠেই বসে পড়েন।
12/15
খেলা বন্ধ হওয়ার সময় ভারতের স্কোর ছিল ৪৪ ওভারে ২১০ রান। জয়ের জন্য দরকার ছিল আট রান।
13/15
আম্পায়াররা প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ রাখেন।
14/15
শ্রীলঙ্কাকে তৃতীয় ম্যাচে হারিয়ে একদিনের সিরিজে জয়ী হয়েছে। কিন্তু গতকালের ম্যাচ চলাকালে দর্শকদের বিক্ষোভের কারণে খেলা বেশ খানিকটা সময় বন্ধ রাখতে হয়।
15/15
ধোনির ফ্যান ক্লাব নামে এক পেজে লেখা হয়েছে, ‘আমার বিকল্প খুঁজে পেলে আমাকে জাগিয়ে দিও’।