Dinesh Karthik: সোশ্যাল মিডিয়ায় একে অপরের নাম ধরে ডাক! ভাইরাল ডিকে-দীপিকার খুনসুটি
DK and Deepika: প্রেমে ভাটা পড়েনি দীপিকা পল্লিকল (Deepika Pallikal) ও দীনেশ কার্তিকের (Dinesh Karthik)। যার আঁচ পাওয়া গেল শুক্রবার।

দুবাই: একজন কমনওয়েলথ গেমস খেলে ফিরেছেন । অন্যজন তখন নেমে পড়েছেন আর এক যুদ্ধে । দেশের জার্সিতে এশিয়া সেরার (Asia Cup) লড়াইয়ে । কিন্তু প্রেমে ভাটা পড়েনি দীপিকা পল্লিকল (Deepika Pallikal) ও দীনেশ কার্তিকের (Dinesh Karthik)। যার আঁচ পাওয়া গেল শুক্রবার ।
শুক্রবার দুপুরের দিকে দীপিকা আচমকাই ট্যুইট করেন । সেখানে শুধু একটিই শব্দ । 'দীনেশ' । যেন কার্তিকের উদ্দেশে ডাক স্ত্রীর। অনেকেই বেশ অবাক হন দীপিকার ট্যুইটে । কিন্তু কার্তিকও কম যান না । তিনিও তৎক্ষনাৎ উত্তর দেন । ট্যুইটারেই। ডিকে লেখেন, 'দীপিকা' ।
দুজনের ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই বলতে থাকেন, একে অপরের প্রতি প্রেমের বার্তা দিয়েছেন কার্তিক দম্পতি। অনেকেই দুজনের এই ভালবাসা প্রকাশ করার ধরনে বেশ মজা পেয়েছেন ।
Dinesh
— Dipika Pallikal (@DipikaPallikal) September 2, 2022
গত আইপিএল (IPL) থেকে যেন তাঁর পুনর্জন্ম হয়েছে। জাতীয় দলে ফিরেছেন। ৩৭ পেরিয়ে যাওয়া বয়সেও টি-টোয়েন্টিতে ভারতের প্রথম একাদশে জায়গা করে নিচ্ছেন। তাও ঋষভ পন্থের (Rishabh Pant) জায়গায়। যে পন্থকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবে চিহ্নিত করছেন অনেকে।
কোন মন্ত্রে ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে এসে এত বিপজ্জনক ব্যাটার হয়ে উঠলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)? এ ব্যাপারে মুখ খুললেন ডিকে নিজেই। এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে বুধবার ভারত বনাম হং কং ম্যাচ শুরু হওয়ার আগে কার্তিক জানিয়েছেন, তিনি এখন আর আউট হওয়ার ভয় পান না। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্য়াটিংয়ের স্বাধীনতা রয়েছে।
ডিকে বলেছেন, 'মাঝের সারির ব্যাটারদের মধ্যে বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ। নতুন ব্যাটার হিসাবে ক্রিজে গিয়ে আমি ডট বল খেলতে চাই না। তার মানে যদি এই হয় যে প্রথম বল থেকেই বড় শট খেলতে হবে তবে তার জন্য আমি প্রস্তুত। উইকেট হারালাম কি না গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দল আমার কাছে কী চাইছে বা ব্যাটিং পার্টনার কী চাইছে। আমি স্পষ্ট কথা বলে নেওয়ায় বিশ্বাস করি।'
আরও পড়ুন: বাইচুংকে ৩৩-১ ভোটে হারিয়ে ভারতীয় ফুটবল সংস্থার নতুন প্রেসিডেন্ট হলেন কল্য়াণ চৌবে






















