KL Rahul on Dravid: রাহুলের হাত ধরে ভারতীয় ড্রেসিংরুমে আমদানি এই বিষয়ের, ফাঁস করলেন কেএল
India Vs SA Test : প্রথম ইনিংসে দুরন্ত শতরানের সুবাদে সেঞ্চুরিয়ন টেস্টে ম্যাচ সেরার তকমা পেয়েছেন কেএল রাহুল।
সেঞ্চুরিয়ন : বদলেছে হেডস্যার, আর তাঁর হাত ধরে এসেছে বদলও। টিম ইন্ডিয়ার (Team India) কোচের হটসিটে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বসার পর এই প্রথমবার বিদেশের মাটিতে খেলতে গিয়েছে ভারত। আর যেখানে প্রথম পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ১১৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়েছে বিরাট ব্রিগেড। রবি শাস্ত্রীর (Ravi Shastri) জমানা পেরিয়ে এখন ভারতীয় দল দ্রাবিড় যুগের মধ্যে দিয়ে পথচলা শুরু করেছে। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান কোচের দায়িত্বে আসার পর ঠিক কী বদল হয়েছে ? পাল্টেছে কী ড্রেসিংরুমের আবহ ? সেঞ্চুরিয়নের ম্যাচ সেরা কেএল রাহুলের (KL Rahul) কথা ইঙ্গিত ধরলে, উত্তরটা হ্যাঁ।
রাহুল দ্রাবিড়ের হাত ধরে ভারতীয় ড্রেসিংরুমে আমদানি হয়েছে ঠিক কী, সেই খোঁজটাই দিয়েছেন কর্ণাটকের এই ওপেনার। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ম্যাচসেরা রাহুল কোচ রাহুলের ভূষয়ী প্রশংসা করে জানিয়েছেন, 'ড্রেসিংরুমের আবহে স্থিরতা, ভারসাম্য এনেছেন দ্রাবিড়। ম্যাচের আগে প্রস্তুতিতে অনেক বেশি গুরুত্ব দেন উনি। নেটে আমাদের অনুশীলনে বাড়তি ঘাম ঝরানোর নির্দেশ দেন। আর রাহুল দ্রাবিড় নিজেই ক্রিকেটজগতের এত বড় নাম যে তাঁর সঙ্গে সাধারণ কথা বলার মাঝেও ব্যাটিং নিয়ে অনেক খুঁটিনাটি বিষয় জানা যায়, ঝালিয়ে নেওয়া যায়।'
View this post on Instagram
কথা প্রসঙ্গে ২০২১ সাল ভারতীয় দলের পক্ষে টেস্টে আঙিনায় বেশ সফল বলেই তাঁর পর্যবেক্ষণও রাখেন রাহুল।
আরও পড়ুন- সেঞ্চুরিয়নে চক দে, ১১৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্ট জয় ভারতের