ATK Mohun Bagan: ডুরান্ড কাপের দল ঘোষণা করল মোহনবাগান, কারা সুযোগ পেলেন?
Durand Cup 2022: যে চারজনকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে তাঁরা হলেন জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটাল এবং শুভাশিস বসু।
কলকাতা: আসন্ন মরসুমের জন্য (২০২২-২৩) এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) দল ও অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, চারজনকে অধিনায়ক করা হল।
এটিকে মোহনবাগানের চার অধিনায়ককে বেছে নিলেন কোচ জুয়ান ফেরান্দো। পাশাপাশি ডুরান্ড কাপের (Durand Cup) জন্য সাতাশ জন ফুটবলারকেও বেছে নিলেন স্প্যানিশ কোচ। যে চারজনকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে তাঁরা হলেন জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটাল এবং শুভাশিস বসু। এঁদের মধ্যে তিন ফুটবলারই গত মরসুমে দলে ছিলেন। পোগবা এবারই প্রথম খেলবেন সবুজ মেরুন জার্সিতে। এদিনই আবার পোগবার জন্মদিন। শুক্রবার অনুশীলনের সময় তাঁর জন্মদিন পালিত হয়। বিশেষ এই দিনে বড় দায়িত্ব প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত পোগবা।
View this post on Instagram
মুখ্যমন্ত্রীর ইস্টবেঙ্গলের সংগ্রহশালা উদ্বোধনের দিনেই দলবদলে বড় ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল । মঙ্গলবারই নৈহাটিতে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ ফুটবল খেলেছিলেন দেবনাথ মণ্ডল (Debnath Mondal)। আর ঠিক তার পরের দিনই তাঁকে সই করিয়ে সকলকে চমকে দিল এটিকে মোহনবাগান। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনবার লাল-হলুদের অবধারিত গোল সেভ করেন দেবনাথ । কার্যত তাঁর হাতেই প্রস্তুতি ম্যাচ হলেও হার বেঁচেছিল লাল-হলুদের । কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই তিনি বিপক্ষের শিবিরে ।
ডুরান্ড কাপের জন্য নির্বাচিত দল
গোলকিপার - বিশাল কাইথ, অর্শ আনোয়ার, অভিলাষ পাল, দেবনাথ মণ্ডল
ডিফেন্ডার - ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বসু, আশিস রাই, দীপক টাংরি, সুমিত রাঠি, রভী রানা
মিডফিল্ডার - জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বুমোস, প্রণয় হালদার, লেনি রডরিগেজ, লালরিনলিনা হামতে, অভিষেক সূর্যবংশী, রিকি সাবং ও এনসন সিংহ
ফরওয়ার্ড - লিস্টন কোলাসো, দিমিত্রিচ পেত্রাতোস, মনবীর সিংহ, আশিক কুর্নিয়ান, কিয়ান নাসিরি গিরি, ফারদিন আলি মোল্লা।
আরও পড়ুন: ডুরান্ড কাপের দল ঘোষণা করল মোহনবাগান, কারা সুযোগ পেলেন?