Piyali Basak Exclusive: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা
ABP Live Exclusive: অবশেষে এভারেস্ট ও লোৎসে শৃঙ্গজয়ের সার্টিফিকেট পেলেন পিয়ালি বসাক (Piyali Basak)। চন্দননগরের পর্বতারোহী তাই কিছুটা হলেও স্বস্তি পেলেন। তবে এখনও প্রায় ৩৭ লক্ষ টাকা ঋণ রয়েছে।
সন্দীপ সরকার, কলকাতা: প্রায় তিন মাসের উদ্বেগের অবসান। অবশেষে এভারেস্ট (Mt Everest) ও লোৎসে (Mt Lohtse) শৃঙ্গজয়ের সার্টিফিকেট পেলেন পিয়ালি বসাক (Piyali Basak)। চন্দননগরের পর্বতারোহী তাই কিছুটা হলেও স্বস্তি পেলেন। যদিও দুশ্চিন্তার মেঘ এখনও কাটছে না। কারণ, যে সংস্থার অধীনে তিনি জোড়া শৃঙ্গ জয় করেছেন, তাদের কাছে এখনও প্রায় দেড় লক্ষ টাকা বাকি রয়ে গিয়েছে। পাশাপাশি রয়েছে ৩৫ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ।
শুক্রবার এবিপি লাইভকে পিয়ালি বললেন, 'এভারেস্ট জয়ের সার্টিফিকেট কিছুদিন আগে পেয়েছিলাম। লোৎসে জয়ের সার্টিফিকেটও পেলাম। যে সংস্থার তত্ত্বাবধানে দুই অভিযানে গিয়েছিলাম, টাকা বাকি থাকায় তারা সার্টিফিকেট আটকে রেখেছিল। কয়েক কিস্তিতে অনেকটা টাকাই দিয়েছি। তবে এখনও দেড় লক্ষ টাকা বাকি। আমি ওদের অনুরোধ করেছিলাম, যাতে আমার সার্টিফিকেটগুলো দিয়ে দেয়। সেই আবেদন ওরা রেখেছে। সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে।'
২২ মে এভারেস্ট জয় করেছিলেন হুগলির চন্দননগরের বাসিন্দা পিয়ালি। সেই ক্লান্তি নিয়েই ইচ্ছেশক্তিকে পাথেয় করে তার ঠিক দুদিন পরে, ২৪ মে বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেছিলেন তিনি। প্রায় তিন মাস পর সেই জোড়া শৃঙ্গজয়ের আনুষ্ঠানিক স্বীকৃতিপত্র হাতে পেয়ে খুশি পিয়ালি।
এভারেস্ট ও লোৎসে জয় করে ফেরার পর পিয়ালির পুঙ্খানুপুঙ্খ জীবন কাহিনি তুলে ধরা হয়েছিল এবিপি লাইভে। যে সাক্ষাৎকার ভাইরাল হয়। পিয়ালি বলছেন, 'আমার সেই ভিডিও সাক্ষাৎকার সাড়া ফেলে দিয়েছে। প্রচুর মানুষ ফোন করে, দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন। রোজই কোনও না কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ থাকছে। বেশিরভাগ জায়গাতেই এবিপি লাইভের ভিডিও চালিয়ে দেখানো হচ্ছে।' পিয়ালি যোগ করছেন, 'অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকের আর্থিক সাহায্যকে সম্বল করে জোড়া অভিযানের অনেকটা টাকাই মিটিয়ে দিতে পেরেছি।'
তবু চিন্তামুক্ত হতে পারছেন না পিয়ালি। বলছেন, 'আগের অভিযানের জন্য ৩৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। সেই টাকা এখনও বাকি। সব মিলিয়ে মাথার ওপর এখনও প্রায় ৩৭ লক্ষ টাকার দেনা।' আপাতত সরকারি সাহায্যের প্রত্যাশায় দিন গুনছেন। পিয়ালি বলছেন, 'রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে। দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে কথা বলে পাশে থাকার আবেদন জানাব।'
আরও পড়ুন: অব্য়াহত গিল-শিখরের দাপট, দুরন্ত পার্টনারশিপে ভাঙল রাহুল-সচিনের রেকর্ড