Derby 2023 Live: ডার্বিতে দুরন্ত জ্বলল লাল হলুদ মশাল, নন্দকুমারের গোলে বাগান বধ ইস্টবেঙ্গলের
Durand Cup Derby 2023: শনিবার বিকেলে সারা শহরের সব পথ গিয়ে মিশবে একই গন্তব্যে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম। বেজে উঠবে একশো বছরেরও বেশি বয়সি ফুটবল যুদ্ধের দামামা।
LIVE
Background
শনিবার কলকাতায় আবার ডার্বি। যে জন্য গোটা কলকাতা, তথা গোটা বাংলা ফের দ্বিখণ্ডিত। ময়দানে টিকিটের জন্য চেনা হাহাকার, চেনা সর্পিল লম্বা লাইন, একে অপরকে দেখে দুই দলের সমর্থকদের আস্ফালন, শহরের আনাচে কানাচে ঘটি-বাঙালের অঘোষিত যুদ্ধ, কোথাও তা অম্ল-মধুর, কোথাও বেশ সরগরম।
শনিবার বিকেলে সারা শহরের সব পথ গিয়ে মিশবে একই গন্তব্যে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম। বেজে উঠবে একশো বছরেরও বেশি বয়সি ফুটবল যুদ্ধের দামামা। যাকে কেউ বলে ডার্বি, কেউ বলে বড়ম্যাচ। তবে এটিই যে জনপ্রিয়তায় ও ঐতিহ্যে এশিয়ার সেরা ফুটবল ডার্বি, এই নিয়ে কারও দ্বিমত নেই। মাঠের বাইরে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে যতই যুদ্ধংদেহী মেজাজ থাকুক, গত কয়েক বছর ধরে ডার্বিতে কিন্তু মাঠে সেই হাড্ডাহাড্ডি লড়াই উদাও। গত আটটি ডার্বিতে টানা জিতে আসছে সবুজ-মেরুন শিবির, এই মরশুম থেকে নাম বদলে যারা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।
১৩৫ বছর বয়স যে টুর্নামেন্টের, সেই ডুরান্ড কাপে একশো বছরেরও বেশি সময়ের এক চিরপ্রতিদ্বন্দিতা। কলকাতা ডার্বি ছাড়া এমন এক ঐতিহাসিক মিলনমেলা আর কোথায়ই বা পাওয়া যাবে? সেই ১৯৫৭-য় ডুরান্ড সেমিফাইনালে প্রথম দেখা কলকাতার দুই ফুটবল-দৈত্যের। তার পর থেকে এই টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হয়েছে মোট কুড়িবার। আটবার জিতেছে লাল-হলুদ শিবির ও সাতবার সবুজ-মেরুন বাহিনী। ড্র হয়েছে পাঁচবার। গত বছরও গ্রুপ পর্বেই দুই দলের লড়াই হয়। তাতে ১-০-য় জিতেছিল তৎকালীন এটিকে মোহনবাগান। এ বার কী হবে?
EB vs MB Live: ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের
দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। ডার্বিতে ১-০ গোলে জয় ছিনিয়ে নিল লাল হলুদ শিবির।
EB vs MB Live Score: জয়ের হাতছানি লাল হলুদের সামনে
১৬৫৭ দিন পরে ডার্বিতে জয়ের হাতছানি লাল হলুদ শিবিরের সামনে।
EB vs MB Live: ইনজুরি টাইম ৬ মিনিটের
৬ মিনিট ইনজুরি টাইম দিলেন রেফারি। কামিংস আসায় আক্রমণে ঝাঁঝ বাড়লেও এখনও গোলশোধ করতে পারেনি মোহনবাগান।
EB vs MB Live Score: শুরু বৃষ্টি
শুরু বৃষ্টি। এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল।
EB vs MB Live: সুযোগ মিস কামিংসের
৮১ মিনিটের মাথায় সহজ সুযোগ মিস কামিংসের। অনিরুদ্ধ থাপার থ্রু থেকে বল পেয়েও তা জালে জড়াতে ব্যর্থ হলেন বাগান ফুটবলার।