ISL: ডার্বির আগে জয় পেয়েই সবুজ মেরুনকে সতর্কবার্তা দিয়ে রাখলেন ইস্টবেঙ্গল কোচ
Stephen Constantine: নাগাড়ে দ্বিতীয় ম্যাচে দল শেষের দিকে গোল হজম করলেও, সেই নিয়ে খুব বেশি চিন্তা করতে নারাজ লাল হলুদ কোট স্টিফেন কনস্ট্যান্টাইন।
![ISL: ডার্বির আগে জয় পেয়েই সবুজ মেরুনকে সতর্কবার্তা দিয়ে রাখলেন ইস্টবেঙ্গল কোচ East Bengal boss Stephen Constantine not worried with late goal conceded but gives warning to ATK Mohun Bagan ISL: ডার্বির আগে জয় পেয়েই সবুজ মেরুনকে সতর্কবার্তা দিয়ে রাখলেন ইস্টবেঙ্গল কোচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/1424e58843bc52e1e5ca777443fa84621666296146521507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গুয়াহাটি: অবশেষে হতাশার কালো মেঘ সরিয়ে তিন পয়েন্টের দেখা পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ১০ ম্যাচ পরে আইএসএলে জয়ের সরণীতে ফিরেছে লাল হলুদ বাহিনী। গত দুই ম্যাচে কেরল ব্লাস্টার্স এবং এফসি গোয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। পরের সপ্তাহেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে (Kolkata Derby) ডার্বি। তার আগে এই জয় নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়াবে। জয় পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও (Stephen Constantine)।
পারফরম্যান্সে গর্বিত কোচ
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'বিগত দুই ম্যাচে আমাদের পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমদের দল এখনও পুরোপুরি প্রস্তুত নয় এবং আমরা এখনও নিজেদের সেরা একাদশ শনাক্ত করার লক্ষ্যে। আমরা প্রথম ম্যাচ কয়েকটা মুহূর্তে ভাল খেলেছিলাম এবং গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে ভাল পারফর্ম করি। তবে আমরা আজ শুরু থেকে শেষ পর্যন্ত ভাল খেলেছি। দলের পারফরম্যান্সে আমি গর্বিত। পারফরম্যান্স ভাল ছিল এবং সেই কারণে জয়ও এসেছে। এবার আমাদের নজর পরের ম্যাচের দিকে।'
পরের ম্যাচে শনিবার, ২৯ অক্টোবর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবে লাল হলুদ। কলকাতা ডার্বিতে নামার আগে লাল হলুদের চিন্তা বাড়াতে পারে দলের শেষ মুহূর্তে গোল হজম করার প্রবনতা। নর্থ ইস্টের বিরুদ্ধেও দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোল হজম করতে হয় লাল হলুদকে। তবে সেই নিয়ে বেশি চিন্তিত নন লাল হলুদ কোচ। দলের জয় ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিল বলেই সকলে একটু হালকা হয়ে গিয়েছিল বলে মনে করছেন কনস্ট্যান্টাইন। তবে দলের জয় সত্ত্বেও কনস্ট্যান্টাইন ফের একবার মনে করিয়ে দেন তাঁর দল এখনও পুরোপুরি তৈরি নয়। তা হতে খানিকটা সময় লাগবে।
আরও উন্নতি
'আমরা কেরলকে ৭০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিলাম। শেষের দিকে নিজেদের একাগ্রতা নষ্ট করে গোল হজম করেছি বটে। গোয়ার বিরুদ্ধে প্রথমার্ধে আমরা ভাল খেলিনি, তবে দ্বিতীয়ার্ধে ভাল খেলি। একটা ভাল দলকে দুই বা তিন ম্যাচ খেলেই তৈরি হয় না। অনেকের এটা অজুহাত মনে হতে পারে, তবে ভাল দল তৈরি করতে যে সময় লাগে এটা সত্যি। আমরাও দল ধীরে ধীরে তৈরি করছি। জয়টা দারুণ ছিল। তবে দল এখনও পুরোপুরি তৈরি নয়। এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে আমাদের এবং আমরা উন্নতি করবও।' বলে জানান কনস্ট্যান্টাইন।
ডার্বি নিয়ে আত্মবিশ্বাসী
পরের ম্যাচই ডার্বি। তার আগে এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে স্পষ্টই মেনে নিচ্ছেন লাল হলুদ কোচ। এই আত্মবিশ্বাসে ভর করেই তিনি বলেন, 'ম্যাচ জিতলে নিজেদের দলের ওপর তো একটা আত্মবিশ্বাস বাড়েই। এই অনুভূতিটা বেশ ভাল। আমি দলকে যেভাবে তৈরি করতে চাই, ধীরে ধীরে হলেও, দল তেমনভাবেই তৈরি হচ্ছে। ডার্বি ম্যাচে সব ফলাফলই কিন্তু সম্ভব। তাই ওই ম্যাচে আমরা মাঠে নামতে মুখিয়ে রয়েছি এবং ম্যাচের বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।'
আরও পড়ুন: ডার্বির আগে স্বস্তি, নর্থ ইস্টকে হারিয়ে ১০ ম্য়াচ পর জয় পেল ইস্টবেঙ্গল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)