East Bengal vs Mohun Bagan: বেজে গেল মরসুমের প্রথম ডার্বির দামামা, কবে-কোথায় ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ?
Football News: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ, বছরের পর বছর ধরে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে যা কোহিনূরের মতো মহার্ঘ। মহারণের দিন জানা গেল অবশেষে।
কলকাতা: নতুন ফুটবল মরশুম শুরু হয়েছে। দলগঠন চূড়ান্ত পর্যায়ে। মোহনবাগান সুপার জায়ান্ট বা ইস্টবেঙ্গলে (MB vs EB) চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন করে দল সাজিয়ে মাঠে নেমে পড়তে তৎপর কলকাতার দুই প্রধান।
ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে আরও একটি বিষয় নিয়ে। মরশুমের প্রথম ডার্বি কবে? ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ, বছরের পর বছর ধরে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে যা কোহিনূরের মতো মহার্ঘ। মহারণের দিন জানা গেল অবশেষে।
কলকাতা লিগ দিয়ে ফুটবল মরশুম শুরু হয়েছে। তবে কলকাতা লিগে মরশুমের প্রথম ডার্বি নয়, বরং সেটি হতে পারে ডুরান্ড কাপে। যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে ১১ অগাস্ট ডুরান্ড কাপে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান।
তবে ডার্বির আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে খেলবে বাংলাদেশ সার্ভিসেসের বিরুদ্ধে। তারপর ১১ অগাস্ট সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামে হবে মরশুমের প্রথম ডার্বি।
সব কিছু ঠিকঠাক চললে, কলকাতা লিগের সুপার সিক্সেও দুই দলের মহারণ হতে পারে। তবে পয়েন্ট টেবিলে প্রথম তিনের মধ্যে থাকতে হবে দুই দলকেই। কলকাতা লিগের ডার্বি হতে পারে সেপ্টেম্বরে, খবর আইএফএ সূত্রে।
দল গঠনের মরসুমে বড় সড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কাতার বিশ্বকাপে খেলা স্ট্রাইকারের সঙ্গে তিন বছরের চুক্তি করল সবুজ-মেরুন শিবির।
অস্ট্রেলিয়ার ফরওয়ার্ড জেসন কামিংসের সঙ্গে ৩ বছরের চুক্তি সারল মোহনবাগান। রাশিয়া বিশ্বকাপ খেলে গত মরশুমে সরাসরি মোহনবাগানে যোগ দিয়েছিলেন দিমিত্রি পেত্রাতস। এবার কামিংসকে খেলতে দেখা যাবে শতাব্দীপ্রাচীন ক্লাবে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে তোলপাড় ফেলেছিলেন কামিংস। ফাইনালে হ্যাটট্রিক করে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে ট্রফি দিয়েছিলেন। সেই সঙ্গে এক মরসুমে মেরিনার্সের হয়ে সবচেয়ে বেশি গোল করার নজির গড়লেন। ছন্দে থেকেই সবুজ-মেরুনে যোগ দিয়েছেন কামিংস।
কাতার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার তারকা ফুটবলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবুজ-মেরুন সমর্থকরাও। শেষ মরশুমে অস্ট্রেলিয়া ক্লাব ফুটবলে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ৪৮ ম্যাচে ২৭ গোল করেছেন কামিংস। নতুন মরশুম শুরুর আগে এরকম বিশ্বকাপারের দলে আসার খবরে অবশ্যই খুশি হবেন সবুজ মেরুন সমর্থকরা।
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন