ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?
ODI World Cup: অনেকেই আমদাবাদে ভারত-পাকিস্তান মহারণ, চেন্নাইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া, আমদাবাদে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো বড় ম্যাচগুলির টিকিট কাটতে মুখিয়ে রয়েছেন।
সন্দীপ সরকার, কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কবে কাদের খেলা, দিনক্ষণ জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। তারপর থেকেই যে প্রশ্নটা ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, তা হল, বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে টিকিট?
ইডেন গার্ডেন্সে একটি সেমিফাইনাল-সহ মোট পাঁচটি ম্যাচ পড়েছে। যার মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচও রয়েছে। বিরাট কোহলি বনাম কাগিসো রাবাডা, কিংবা রোহিত শর্মা বনাম অনরিক নোখিয়া দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি চর্চা চলছে ভারত-পাকিস্তান সম্ভাব্য সেমিফাইনাল ম্যাচ নিয়েও। পাকিস্তান সেমিফাইনালে উঠলে শেষ চারে বাবর আজমদের খেলা পড়বে ইডেনেই। সেই সঙ্গে অনেকেই আমদাবাদে ভারত-পাকিস্তান মহারণ, চেন্নাইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া, আমদাবাদে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো বড় ম্যাচগুলির টিকিট কাটতে মুখিয়ে রয়েছেন।
কবে থেকে ক্রিকেটপ্রেমীরা টিকিট কাটতে পারবেন? বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি সূত্রে খবর, আগামী সপ্তাহে অর্থাৎ, জুলাই মাসের প্রথম সপ্তাহে টিকিট বিক্রি শুরু হবে। বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছিল টুর্নামেন্টের ঠিক একশো দিন বাকি থাকতে, বিশেষ সেই দিনটিকে উদযাপন করতে। টিকিট বিক্রির কাজও দ্রুত শুরু করে দিতে চায় আইসিসি। এ ব্যাপারে সংবাদমাধ্যমে এখনই সরাসরি কিছু বলতে চাইছেন না আইসিসি কর্তারা। আইসিসি-র মুখপাত্র সি রাজশেখর রাও এবিপি লাইভকে বললেন, 'টিকিট বিক্রি কবে শুরু হবে, সেটা শীঘ্রই জানতে পারবেন।' তবে সূত্রের খবর, জুলাই মাসের শুরুতেই টিকিট বিক্রি শুরু করে দেওয়া হবে।
জল্পনা চলছে আরও একটি ব্যাপার নিয়ে। টিকিট বিক্রি হবে কীভাবে? অনলাইনে, নাকি কাউন্টার থেকে?
বিশ্বস্ত সূত্রের খবর, পুরো টিকিটই বিক্রি হবে অনলাইনে। ডিজিটাল টিকিট পাঠিয়ে দেওয়া হবে ক্রেতার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে। ডিজিটাল টিকিটের বার কোড স্ক্যান করিয়ে মাঠে ঢোকার ছাড়পত্র পাবেন দর্শকেরা। কোভিড পরবর্তী সময়ে সমস্ত আইসিসি ইভেন্টের টিকিটই ডিজিটাল করে দেওয়া হয়েছে। ২০২১ সালের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল বা ২০২৩ সালের টেস্ট ফাইনালের টিকিট (ছবিতে ডানদিকে) পুরোটাই ডিজিটাল করেছিল আইসিসি।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, এখানে পুরো ডিজিটাল টিকিট করা নিয়ে নানাবিধ সমস্যা হতে পারে। বিশেষ করে কারও কাটা ডিজিটাল টিকিট হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়লে সেটা স্ক্যান করিয়ে যে কেউ মাঠে ঢুকে পড়তে পারেন, আগে এলে আগে পাবেন ভিত্তিতে। সূত্রের খবর, ভারতীয় বোর্ড কর্তারা তাই চাইছেন অনলাইনে টিকিট বিক্রি হলেও সেটার বিনিময়ে হার্ড কপি প্রিন্ট আউট করার ব্যবস্থা থাকুক। বা সেটা দেখিয়ে টিকিট কাউন্টার থেকে তোলার ব্যবস্থা থাকুক। যেমন আইপিএলে হয়। বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।
টিকিটের দাম কী হবে? সেটা নিয়েও জোর চর্চা। টিকিটের দাম ঠিক করতে কয়েকদিনের মধ্যেই এপেক্স কাউন্সিলের বৈঠক করবে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। আপাতত টিকিট বিক্রি শুরু হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন