ইডেনে পিচের চরিত্র বদলে দিয়েছে বুলবুল? কী বললেন কিউরেটর?
সবুজ পিচে থাকবে বাউন্স।
কলকাতা: ২২ নভেম্বর ইডেনের হাত ধরেই ইতিহাস লিখতে চলেছে ভারতীয় ক্রিকেট। গোলাপি বলের টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ। ভারতেও দিনে রাতের টেস্ট এই প্রথমবার। ইতিমধ্যেই এই মহা সমারোহের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে ক্রিকেট অ্যাসসিয়েশন অব বেঙ্গল। এই ম্যাচে অতিথিদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকার কথা রয়েছে ভারতীয় ক্রিকেটের ফ্যাভ ফাইভেরও। আর সেকারণেই নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্বের নজর থাকবে গঙ্গাপারের ইডেনে।
ইনদওরে বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত। দল হিসেবেও বাংলাদেশের থেকে ভারত ধারেভারে অনেক এগিয়ে। তবে গোলাপি বলের চ্যালেঞ্জ সতর্ক দুই শিবিরই। রবিচন্দ্রন অশ্বিন যেমন গোলাপি বল নেড়েচেড়ে হাত ঘুরিয়ে দেখে নিয়েছেন। ইনদওরে বিরাটের নেট সেশনও হয়েছে সেই বলেই। এতে ক্রিকেটাররা বলের চরিত্রের খানিকটা আন্দাজ পেলেও পুরোপুরি ‘ধোঁয়াশা’য় রয়েছে পিচ।
কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের একাধিক উপকূলবর্তী জেলা। প্রভাব পড়েছে কলকাতায়ও। এখন প্রশ্ন, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কি প্রভাব পড়েছে ইডেনের পিচেও? কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানাচ্ছেন, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লেও পিচের চরিত্রে তেমন একটা প্রভাব পড়বে না। পিচে থাকবে সবুজ ঘাস। থাকবে বাউন্সও। সম্প্রতি ইডেনের পিচে যেমন বাউন্স থাকে তেমনই থাকবে বলে জানিয়েছেন অভিজ্ঞ কিউরেটর।
রবিবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুজন জানিয়েছেন, “শেষ সপ্তাহে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটেছে ঠিকই। তবে আবহাওয়া এখন স্বাভাবিক। পিচও ভাল অবস্থায় রয়েছে। বিগত বছরগুলোতে পিচ যেমন ব্যবহার করেছে এই ম্যাচেও তাই থাকবে। ইডেন যেন দর্শকদের একটা ভাল ম্যাচ উপহার দিতে পারে, তার জন্য সর্বতোভাবে চেষ্টা করব।”