এক্সপ্লোর
Advertisement
ভারতের কাছে হার, কিন্তু ইংল্যান্ড ড্রেসিংরুম মাতল উচ্ছ্বাস-উৎসবে
নয়াদিল্লি: লোকেশ রাহুলের দুরন্ত সেঞ্চুরি ও কুলদীপ যাদবের ঘূর্নির কাছে গতকাল সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গিয়েছে ১-০। এই হারে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন ইংল্যান্ড দলের সমর্থকরা। কিন্তু এই হারের পরও ইংল্যান্ডের ড্রেসিংরুমে ছিল উত্সবের আমেজ। ড্রেসিংরুমে দলের সদস্যরা নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল।
ভারতীয় সময় রাত দুটো নাগাদ ইংল্যান্ড দলের ব্যাটসম্যান জোস বাটলার সেই উত্সবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিওতে পুরো ইংল্যান্ড দলকেই ড্রেসিংরুমে উচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছে। ভিডিওতে বাটলার ছাড়াও মইন আলি, স্যাম কুরান, জেসন রয় ও জো রুটকে দেখা গিয়েছে। আসলে ফুটবল বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে রুদ্ধশ্বাস ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। এভাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দল পৌঁছে যাওয়ায় ভারতের কাছে হারের দুঃখের মধ্যেও উচ্ছ্বাসে মেতে ওঠেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement