এক্সপ্লোর
Advertisement
টেস্ট সিরিজ খেলতে ভারতে ইংল্যান্ড
মুম্বই: টেস্ট সিরিজ খেলতে ভারতে পৌঁছে গেল ইংল্যান্ড দল। আজ বিকেলে বাংলাদেশ থেকে মুম্বইয়ে পৌঁছয় অ্যালেস্টার কুকের নেতৃত্বাধীন দল। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুশীলন করবে ইংল্যান্ড। তারপর রাজকোটে চলে যাবেন কুকরা।
এ মাসের ৯ তারিখ থেকে রাজকোটে শুরু হচ্ছে প্রথম টেস্ট। ১৯৮৪-৮৫ মরশুমের পর এই প্রথম দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। সেবারের সিরিজে দু দলের অধিনায়ক ছিলেন সুনীল গাওস্কর ও ডেভিড গাওয়ার। সেই সিরিজেই অভিষেক হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের। পরপর তিনটি টেস্টে শতরান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন হায়দরাবাদের এই স্টাইলিশ ব্যাটসম্যান।
২০১২-১৩ মরশুমে শেষবার ভারতে টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। সেবার চার টেস্টের সিরিজ ২-১-এ জিতেছিল কুকের দল। এবার অবশ্য খুব একটা স্বস্তিতে নেই ইংল্যান্ড। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হেরে সিরিজ ড্র করেছেন কুকরা। অন্যদিকে, বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল অসাধারণ ফর্মে আছে। ফলে ভারতকেই এই সিরিজে ফেভারিট ধরছেন বিশেষজ্ঞরা।
রাজকোটে প্রথম টেস্টের পর বিশাখাপত্তনম (১৭ থেকে ২১ নভেম্বর), মোহালি (২৬ থেকে ৩০ নভেম্বর), মুম্বই (৮ থেকে ১২ ডিসেম্বর) এবং চেন্নাই (১৬ থেকে ২০ ডিসেম্বর) বাকি টেস্ট ম্যাচগুলি হবে। রাজকোট ও বিশাখাপত্তনমে এই প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement