এক্সপ্লোর
Advertisement
দেখুন: কোহলির সঙ্গে ক্রিকেট খেললেন ইংল্যান্ডের ফুটবল তারকা হ্যারি কেন, জানালেন শুভেচ্ছা
ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপ চলাকালে মুখোমুখি হলেন ক্রিকেট ও ফুটবলের দুই তারকা কোহলি ও হ্যারি কেন। শুধু তাই নয়, কোহলির বোলিংয়ে ব্যাটিং করলেন। বলও করলেন কোহলিকে।
লিডস: কাপ ঘরে আনতে পারেননি গত বছরের ফিফা বিশ্বকাপের সোনার বুট জয়ী ফুটবলার হ্যারি কেন। কিন্তু চলতি ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। উল্লেখ্য, প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ইংল্যান্ডের সামনে অন্যতম বাধা হয়ে উঠতে পারে কোহলির দল। সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের।
গত বছরের গ্রীষ্মে বিশ্বকাপে ছয় বার বিপক্ষের জালে বল ঠেলে সর্বাধিক গোলদাতা হ্যারি কেন। জিতেছিলেন সোনার বুট। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড।
ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপ চলাকালে মুখোমুখি হলেন ক্রিকেট ও ফুটবলের দুই তারকা কোহলি ও হ্যারি কেন। শুধু তাই নয়, কোহলির বোলিংয়ে ব্যাটিং করলেন। বলও করলেন কোহলিকে। আর সেই সাক্ষাতের ভিডিও পোস্ট করে হ্যারি কেনের ট্যুইট-লর্ডসে সম্প্রতি বিরাট কোহলির সঙ্গে দুর্দান্ত সময় কাটল। যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হয়, সেটা ছাড়া চলতি ক্রিকেট বিশ্বকাপের বাকি সময়ের জন্য ওকে শুভেচ্ছা।
টটেনহ্যামের ফরোয়ার্ড কোহলির উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, চাপের মুখেই প্লেয়ারের প্রকৃত পরিচয় পাওয়া যায় এবং কোহলি এমন একজন খেলোয়াড়, তা বারবার করে দেখিয়েছেন।
কোহলিও হ্যারি কেনকে ধন্যবাদ জানিয়েছেন।Brilliant spending time with @imVkohli at Lord’s recently. Wish him all the best for the rest of the World Cup except if they play England! ???????? pic.twitter.com/dnWLZbLDyH
— Harry Kane (@HKane) July 5, 2019
তাঁদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের ভিডিও হ্যারি কেন পোস্ট করেছেন।কোহলিকে ফুটবল তারকা জিজ্ঞাসা করেন, ফুটবল ভালো লাগে তো? দুজনকেই তখন বেশ হাসিখুশি দেখাচ্ছিল। কোহলি উত্তরে বলেন, তিনি ফুটবল ভালোবাসেন। অনুশীলনের সময় প্রত্যেক ক্রিকেট দলই ফুটবল খেলে। তবে কোনও ফুটবল দলই ক্রিকেট খেলে না। এরপর দুজন ব্যাট ও বল নিয়ে খেলার পর ভারতীয় দলের রান মেশিন বলেন, আমি ফুটবলে যতটা ভালো ও ক্রিকেটে তার চেয়েও ভালো। ভারতীয় ক্রিকেট দল কোহলির ওপর ভর করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। গত বছর রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে সেভাবেই ইংল্যান্ড দলের কাপ জয়ের আশা বহন করেছিলেন হ্যারি কেন।Was fun catching up with you Harry. Cheers and thank you for your wishes ???????? https://t.co/1jvFFtBWGO
— Virat Kohli (@imVkohli) July 5, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement