ENGW vs INDW: আঁটোসাঁটো বোলিং ঝুলনদের, প্রথম ওয়ান ডে-তে জিততে ভারতের চাই ২২৮ রান
ENGW vs INDW ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে তাঁদের দেশে উড়ে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজে এর আগে ২-১ এ জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
কাউন্টি গ্রাউন্ড: কেরিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজ। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের (One Day Series) প্রথম ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথমে বল করতে এসে নিজের ১০ ওভারের স্পেলে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট তুলে নিলেন অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী। প্রথমে ব্য়াট করে ইংল্যান্ড দল ২২৭ রান বোর্ডে তুলে নিল।
আঁটোসাঁটো বোলিং ঝুলনদের
ইংল্যান্ডের হয়ে ওপেনে নামা এমা লাম্ব ও টেমি ব্যুমেন্ট কেউই বড় রান করতে পারেননি। ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন এমা। ৭ রান করে আউট হন ব্যুমেন্ট। ২৯ রানের ইনিংস খেলেন সোফিয়া ডাঙ্কলে। এলিস ক্যাপসি ১৯ রানের ইনিংস খেলেন। ইংল্য়ান্ডের হয়ে ভাল ইনিংস খেলেন ড্যানিয়েলে ওয়াট। তিনি ৪৩ রান করে দীপ্তি শর্মার বলে আউট হয়ে ফিরে যান। এলিস ডেভিডসন অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৭ রান বোর্ডে তুলে নেয় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। ভারতীদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট পান দীপ্তি শর্মা। ঝুলন ছাড়া ১টি করে উইকেট পান হরলীন, রাজেশ্বরী, মেঘনা ও স্নেহ।
নিজের শেষ সিরিজ খেলতে নামছেন ঝুলন। আগেই জানানো হয়েছিল এই সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন কিংবদন্তি বোলার। তাই নিজের শেষ সিরিজে বল হাতে নিজের ছাপ ছাড়তে মরিয়াই হবেন ঝুলন। এ বছরে নিউজিল্য়ান্ডে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ঝুলন। তবে চোটের জেরে দলের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। তাই ইংল্যান্ড সিরিজে ভালভাবেই ঝুলনকে বিদায় জানাতে আগ্রহী ভারতীয় বোর্ড।
এই সিরিজের শেষ ম্যাচে লর্ডসেই নিজের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করতে চলেছেন ঝুলন। ঝুলনের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ান ডে দলে হারলিন দেওল, ইয়াস্তিকা ভাটিয়া, রাজেশ্বরী গায়কোয়াড় ও মেঘনা সিংহও ভারতীয় দলে প্রত্য়াবর্তন ঘটালেন। ওয়ান ডেতে দলের ব্যাটিংয়ের শক্তি ও দুর্বলতা পরীক্ষা করে নিতে আগ্রহী অধিনায়ক হরমনপ্রীত।
ম্যাচের আগে ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, 'আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাই ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ এবং আমরা সিরিজের শুরুটা ভালভাবে করে, সেই ধারাবাহিকতা বজায় রেখেই সিরিজে এগোতে চাই।'