Erling Haaland: সালাহকে টপকে প্রিমিয়ার লিগে এক মরসুমে সর্বাধিক গোলের মালিক এখন হালান্ড
Premier League club record: খেলার ৭৬ মিনিটের মাথায় গোল করেন নরওয়ের এই স্ট্রাইকার। যা ছিল এই মরসুমের হালান্ডের ৪৫ তম গোল। তিনি টেক্কা দিলেন মহম্মদ সালাহকে।
![Erling Haaland: সালাহকে টপকে প্রিমিয়ার লিগে এক মরসুমে সর্বাধিক গোলের মালিক এখন হালান্ড Erling Haaland removes Man Utd and Liverpool icons from history books with latest record Erling Haaland: সালাহকে টপকে প্রিমিয়ার লিগে এক মরসুমে সর্বাধিক গোলের মালিক এখন হালান্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/27b24ae7587b5960a36c7883195bb593167885114235050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: সালাহকে (Mohammed Salah) টপকে প্রিমিয়ার লিগ ক্লাবের হয়ে এক মরসুমে সর্বাধিক গোলের মালিক হলেন হালান্ড (Erling Haaland)। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গতকাল মাঠে নেমে গোল করার সঙ্গে সঙ্গেই সালাহর রেকর্ড ভেঙে ফেলেন হালান্ড (Erling Haaland)। খেলার ৭৬ মিনিটের মাথায় গোল করেন নরওয়ের এই স্ট্রাইকার। যা ছিল এই মরসুমের হালান্ডের ৪৫ তম গোল। এক মরসুমে এটিই এখন কোনও ফুটবলারের সর্বাধিক গোল প্রিমিয়ার লিগে।
এর আগে লিভারপুলের জার্সিতে মহম্মদ সালাহ ২০১৭-১৮ মরসুমে সর্বাধিক ৪৪ গোল করেছিলেন। সেটিই ছিল এতদিন সবার ওপরে। এবার মিশরের ফুটবলারকে টপকে গেলেন নরওয়ের ফুটবলার। বায়ার্নের বিরুদ্ধে এই গোল চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের ১১ তম গোল। ম্যাচে বায়ার্নকে ০-৩ গোলে হারাল ম্যান সিটি। গোল করলেন রড্রি, বের্নান্দো সিলভা।
ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি বায়ার্ন শিবির। খেলার ২৭ মিনিটের মাথায় রড্রির গোলে এগিয়ে যায় ম্যান সিটি। এরপর ৭০ মিনিটের মাথায় বার্নান্ডো সিলভার গোলে ব্যবধান বাড়ায় ম্যান সিটি। ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। আগামী ২০ এপ্রিল ফের দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে নামবে ২ দল।
View this post on Instagram
সালাহের মতোই তরুণ আরিলং হালান্ডও ফুটবলবিশ্ব কাঁপানো ফরোয়ার্ড। তাঁকে চড়া দামে এ মরসুমে ম্যাঞ্চেস্টার সিটি দলে নিয়েছিল। ক্লাব ফুটবলে মাতালেও এখনও বিশ্বকাপ খেলার সুযোগ পাননি হালান্ড। কারণ নরওয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেনি।
রোনাল্ডোর রেকর্ড ভেঙেছিলেন মেসি
কিছুদিন আগেই লিগ ওয়ানে প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) হয়ে জ্বলে উঠেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ওজিসি নিসের বিরুদ্ধে ম্যাচে গোল করলেন তো বটেই, গোল করালেনও। নিসের বিরুদ্ধে গোলের সুবাদেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও (Cristiano Ronaldo) এক রেকর্ড ভেঙে ফেললেন তাঁর 'চিরপ্রতিদ্বন্দ্বী' মেসি।
ইউরোপের সেরা পাঁচ লিগে মেসির ৭০২তম গোল, যা রোনাল্ডোর গোলসংখ্যা থেকে এক বেশি। মেসি পর্তুগিজ মহাতারকার থেকে ১০৫টি কম ম্যাচ খেলে তাঁর রেকর্ড ভাঙলেন। পেশাদার হওয়ার পর বার্সেলোনা ও পিএসজি, দুই ক্লাবের হয়েই এখনও পর্যন্ত খেলেছেন মেসি। বার্সার হয়ে ৭৭৮টি ম্যাচে তিনি মোট ৬৭২টি গোল করেছিলেন। শনিবারের গোলটি পিএসজির হয়ে মেসির ৩০তম গোল ছিল। ফ্রান্সের রাজধানীর ক্লাবের হয়ে ইতিমধ্যেই ৬৮টি ম্যাচ খেলেছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)