Euro Cup Quarter Final: আজ ইউরোয় ডেনমার্ক-চেক প্রজাতন্ত্র ধুন্ধুমার লড়াই, কখন-কোথায় দেখবেন ম্য়াচ?
এখনও পর্যন্ত দুই দল ১২বার একে অপরের বিরুদ্ধে খেলেছে। যার মধ্যে ৭টি ম্যাচ ড্র হয়েছে। তিনটি ম্যাচ জিতেছে চেক প্রজাতন্ত্র। দুই ম্যাচ জিতেছে ডেনমার্ক।
বাকু: ইউরো কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ চেক প্রজাতন্ত্রের মুখোমুখি ডেনমার্ক। ড্য়ানিশ ডিনামাইটদের এবারের ইউরোর শেষ আটে ওঠাটা অনেকটা রূপকথার মতো। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ফিনল্যান্ড। তার আগে পর্যন্ত টুর্নামেন্টের কালো ঘোড়া বা ডার্ক হর্স বলা হচ্ছিল ডেনমার্ককে। অথচ সবকিছু ওলট পালট হয়ে যায় ফিনল্যান্ডের বিরুদ্ধে। ম্য়াচের মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হন ক্রিশ্চিয়ান এরিকসেন। সেই ম্যাচে হেরেও যায় ডেনমার্ক। গ্রুপ পর্বে তার পরের ম্যাচেও হেরে যায় ডেনমার্ক।
তাদের ঘুরে দাঁড়ানোর শুরু রাশিয়া ম্যাচ থেকে। সেটাই ছিল গ্রুপ পর্বে শেষ ম্যাচ আর নক আউটের টিকিট পেতে বড় ব্যবধানে জিততে হতো ড্যানিশদের। সেই ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ডেনমার্ক। সেই সঙ্গে আদায় করে নেয় শেষ ষোলোর টিকিট।
প্রি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ডেনমার্ক। শনিবার তাদের সামনে চেক প্রজাতন্ত্র। যারা টানা সাতবার ইউরো কাপে খেলছে। যার মধ্যে ১৯৯৬ সালে রানার্স ও ২০০৪ সালে সেমিফাইনালে ওঠা ছাড়া বাকি বছরগুলিতে আর কিছু করতে পারেনি। অন্যদিকে ১৯৯২ সালে ইউরো কাপ জিতেছিল ডেনমার্ক। তবে ২০১৬ সালের ইউরো কাপে তারা যোগ্যতা অর্জন করতে পারেনি। এবারের টুর্নামেন্ট নিয়ে মোট আটবার ইউরো কাপে অংশগ্রহণ করছে ডেনমার্ক।
এখনও পর্যন্ত দুই দল ১২বার একে অপরের বিরুদ্ধে খেলেছে। যার মধ্যে ৭টি ম্যাচ ড্র হয়েছে। তিনটি ম্যাচ জিতেছে চেক প্রজাতন্ত্র। দুই ম্যাচ জিতেছে ডেনমার্ক। তবে বড় টুর্নামেন্টে ডেনমার্কের বিরুদ্ধে সব ম্যাচই জিতেছে চেক প্রজাতন্ত্র। দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৬ সালে। সেই ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। তবে শেষ ছটি সাক্ষাতে চেক প্রজাতন্ত্রের কাছে অপরাজিত ডেনমার্ক। শনিবার কী হবে?
কখন, কোথায় দেখবেন ম্যাচ: ডেনমার্ক বনাম চেক প্রজাতন্ত্র খেলা শুরু রাত ৯.৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।