ভারতকে কঠিন পরীক্ষার সামনে ফেলবে ওয়েস্ট ইন্ডিজ: ভিভ রিচার্ডস
ক্যারিবিয়ান কিংবদন্তী স্যার ভিভিয়ান রিচার্ডস মনে করছেন, এবারের সফর ভারতীয়দের জন্য বেশ কঠিন হবে।
মুম্বই: সেবার চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই লন্ডন থেকে সোজা ক্যারিবিয়ান দ্বীপে উড়ে গিয়েছিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫টি একদিনের ম্যাচ সহ ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। ওই সিরিজ ৩-১-এ জিতেছিল মেন ইন ব্লু। বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল একটি ম্যাচ। অন্যদিকে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে আবার জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজই। ২০১৭ সালের পর আরও একবার ক্যারিবিয়ান সফর করতে চলেছে ভারতীয় দল। তবে এবারের ক্রীড়াসফর সেই সফরের তুলনায় একটু লম্বা। ৩টি করে ওয়ান ডে, টি-টোয়েন্টি সহ ২টি টেস্টও খেলবে ভারত। ক্যারিবিয়ান কিংবদন্তী স্যার ভিভিয়ান রিচার্ডস মনে করছেন, এবারের সফর ভারতীয়দের জন্য বেশ কঠিন হবে।
এক টেলিভিশন সাক্ষাৎকারে ভিভ বলেন, “ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সবসময়ই উত্তেজক হয়েছে, এবারও তার থেকে কম কিছু আশা করছি না। ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তনাম ফর্ম দেখে মনে হচ্ছে, ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে।” এই সফরের দিকে চোখ রয়েছে সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা সুনীল গাওস্কারেরও। ১৯৭১ সালে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধেই ক্রিকেট অভিষেক হয়েছিল এই কিংবদন্তীর। তাঁর মনে যে ক্যারিবিয়ান ক্রিকেটারদের জন্য আলাদা জায়গা তৈরি হয়ে রয়েছে তা অবলীলায় জানিয়েছেন গাওস্কর।