PSL 2021: সতীর্থের সঙ্গে ধাক্কা, চোট পেয়ে হাসপাতালে দু প্লেসি, অবস্থা স্থিতিশীল
Pakistan Super League: একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে মহম্মদ হাসনাইনের সঙ্গে ধাক্কা লাগে দু প্লেসির।
আবু ধাবি: ইউরো কাপে যেদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন, সেদিনই আবু ধাবিতে পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলাকালীন সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক চোট পেলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ দু প্লেসি। একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে মহম্মদ হাসনাইনের সঙ্গে ধাক্কা লাগে দু প্লেসির। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
গতকাল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে পেশোয়ার জালমির খেলা ছিল। পেশোয়ারের ইনিংসের সপ্তম ওভারে চোট পান দু প্লেসি। তিনি লং অনে ফিল্ডিং করছিলেন। লং অফে ছিলেন হাসনাইন। ডেভিড মিলারের স্ট্রেট ড্রাইভ আটকানোর জন্য একইসঙ্গে তাঁরা দু’জন দৌড়ন। দু প্লেসির মাথা নীচের দিকে ছিল। তিনি মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পান। সেই কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সূত্রের খবর, তাঁর স্ক্যান করা হয়েছে।
আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী, খেলার সময় কোনও ক্রিকেটার মাথায় চোট পেলে তাঁর বদলি ক্রিকেটারকে মাঠে নামানো যাবে। ফলে দু প্লেসির পরিবর্তে সাইম আয়ুবকে নামায় কোয়েটা। তবে পরিবর্ত ক্রিকেটার নামিয়েও লাভ হয়নি। মিলারের বিস্ফোরক ইনিংসের সুবাদে সহজেই ম্যাচ জিতে যায় পেশোয়ার।
মিলারের ৪৬ বলে ৭৩ এবং রভম্যান পাওয়েলের ১৯ বলে ৪৩ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান করে পেশোয়ার। আন্দ্রে রাসেল ও দু প্লেসি না থাকায় ১৯৮ রানের টার্গেট তাড়া করে জেতা কোয়েটার পক্ষে অত্যন্ত কঠিন ছিল। তারা শেষপর্যন্ত জয় পায়নি। ৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬২ রান থেকে ৯ উইকেটে ১৩৬ রান করেই থেমে যায় কোয়েটার ইনিংস।
বায়ো বাবলে থাকা সত্ত্বেও, এ বছরের মার্চে পাকিস্তান সুপার লিগে খেলা দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হন। তার ফলে মাঝপথে বন্ধ হয়ে যায় খেলা। এখন আবার এই লিগ শুরু হয়েছে।