এক্সপ্লোর
মাঠে ঢুকে পা ছুঁতে গেল ভক্ত, ভারসাম্য হারিয়ে পড়েই গেলেন রোহিত, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষিপ্ত গাওস্কর
মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, নিরাপত্তার কোনও গলদ নেই এবং এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা।

পুণে: রোহিত শর্মার পা ছুঁয়ে প্রণাম করাই লক্ষ্য। সেই উদ্দেশে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল এক যুবক। তাকে সামলাতে হিমসিম খেল নিরাপত্তারক্ষীরা। ধরাশায়ী হতে হল রোহিতকেও! পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে তখন স্লিপ কর্ডনে ফিল্ডিং করছিলেন রোহিত। ভার্নন ফিল্যান্ডার তখন সবে ক্রিজে এসেছেন। দৌড়ে মাঠে ঢুকে রোহিতের পা স্পর্শ করতে যায় এক যুবক। নিরাপত্তারক্ষীদের হতবাক করে দিয়ে। ভক্তকে সামলাতে গিয়ে তখন ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন রোহিত। পাশেই দাঁড়ানো ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি-সহ সমস্ত ক্রিকেটারেরা হাসাহাসি করছেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত মাঠে ঢুকে ওই যুবককে বার করে নিয়ে যান।
দক্ষিণ আফ্রিকার চলতি ভারত সফরে এই নিয়ে তৃতীয়বার মাঠে অত্যুৎসাহী দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটল। যা নিয়ে ক্ষিপ্ত সুনীল গাওস্কর। ধারাভাষ্য দেওয়ার কাজে যিনি এখন মাঠেই রয়েছেন। গাওস্কর বলেন, ‘বিনামূল্যে ম্যাচ দেখায় ব্যস্ত ছিল নিরাপত্তারক্ষীরা। ভারতে এটা দীর্ঘদিনের সমস্যা।’ কিংবদন্তি আরও বলেন, ‘এটা শুধু মাঠে ক্রিকেটারের সঙ্গে দেখা করতে একজন ভক্তের মাঠে ঢুকে পড়ার ঘটনা নয়। এটা নিরাপত্তার গম্ভীর সমস্যা। কেউ যাতে মাঠে ঢুকে পড়তে না পারে, তা নিশ্চিত করতে হবে। অনেক কিছুই তো হতে পারে। ঝুঁকি কেন নেওয়া হবে?’ মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, নিরাপত্তার কোনও গলদ নেই এবং এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা।Rohit Sharma fan invades pitch in 2nd test to touch Rohit's feet. Lovely scenes😍🙌#INDvSA #Hitman #RohitSharma #FanMoment pic.twitter.com/hseI18yD0B
— Manish (@IManish311) October 12, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















