Father's Day 2022: বাবার পেশার কারণে নাম বদলে গিয়েছে যে ভারতীয় তারকার
Father's Day: আমাদের দেশেই এমনই এক তারকা রয়েছেন, যাঁরা নামই বদলে গিয়েছিল বাবার পেশার কারণে। আন্দাজ করতে পারছেন কে তিনি?
![Father's Day 2022: বাবার পেশার কারণে নাম বদলে গিয়েছে যে ভারতীয় তারকার Father's Day 2022: this indian cricket star's nickname change due to father's occupation, know in details Father's Day 2022: বাবার পেশার কারণে নাম বদলে গিয়েছে যে ভারতীয় তারকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/19/516d429bcf15ef12dbce091b61ee0552_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: আজ ফাদার্স ডে (Father's Day 2022)। সোশ্যাল মিডিয়া জুড়ে সাধারণ মানুষ থেকে তারকারা বাবার সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করছেন কেউ কেউ। আবার কেউ আজকের দিনটা বাবার সঙ্গে কীভাবে কাটাচ্ছেন, তার ছবিও পোস্ট করছেন। এরই সঙ্গে বাবার উদ্দেশে আবেগপ্রবণ বার্তাও দিচ্ছেন বহু তারকা। অনেকেই হারিয়েছেন তাঁদের বাবাকে। আজকের এই বিশেষ দিনে মন খারাপ তাঁদের। খেলাধুলো হোক কিংবা বিনোদন, যেকোনও জগতেই একই পরিবারে বাবা - ছেলে/ বাবা - মেয়ে উভয়ই প্রতিষ্ঠিত হয়েছেন, এমন উদাহরণ দেখা যায়। আবার বাবার নামের চাপে হারিয়ে গিয়েছেন বহু তারকা। অনেকেই আবার সেই চাপ কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের দেশেই এমনই এক তারকা রয়েছেন, যাঁরা ডাকনামই বদলে গিয়েছিল বাবার পেশার কারণে। আন্দাজ করতে পারছেন কে তিনি?
বাবার পেশার কারণে নাম বদল-
এবার আসি এমন একজনের কথায়, যাঁরা ডাকনামটাই তৈরি হয়ে গিয়েছিল বাবার পেশার কারণে। এমন ঘটনা একটু ব্যতিক্রমীও বটে। তিনি বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যদিও তাঁর পরিচয় তো এটুকুই হতে পারে না। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সিতে ধারাবাহিকভাবে ভালো খেলে নিজের জন্য নাম আদায় করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে। 'দ্য ওয়াল'। এ তো গেল তাঁর অর্জিত নামের কথা। রাহুল দ্রাবিড়ের সতীর্থরা তো তাঁকে আর 'ওয়াল' বলে ডাকেন না। কাছের বন্ধুরাও নয়। তাঁরা ডাকতেন অন্য আর একটি নামে। কী সেই নাম? 'জ্যামি' (Jammy)। কেন রাহুল দ্রাবিড়ের নাম 'জ্যামি' হতে গেল? কারণ, তাঁর বাবা শরদ দ্রাবিড় চাকরি করতেন একটি জ্যাম কোম্পানিতে। বাবার জ্যামের কোম্পানির চাকরি ঠিক পাউরুটির উপর জ্যাম মাখানোর মতো মসৃনভাবে ছেলের ডাকনাম হিসেবে জুড়ে গেল। 'জ্যামি' বলে তাঁকে ডাকার জন্য রাহুল দ্রাবিড় তাঁর বন্ধু বা সতীর্থদের কখনও খারাপ চোখে দেখেননি। বরং উপভোগ করতেন বেশ। অনেক সাক্ষাৎকারে তিনি নিজেও সেকথা বলেছেন।
আরও পড়ুন - Father's Day 2022: নামে রয়েছে বাবার নাম, এই প্রথমবার বাবাকে ছাড়া ফাদার্স ডে কাটাচ্ছেন যে বলি নায়িকা
রবিবার বেঙ্গালুরুতে যখন বৃষ্টি বিঘ্নিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind Vs SA) ম্যাচ হচ্ছে, তখন ভারতীয় ক্রিকেট দলের কোচের ডাকনামের এই মজার গল্পটা পড়তে নিশ্চয়ই ভালো লাগবে। বিশেষ করে দিনটা যে ফাদার্স ডে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)