এক্সপ্লোর
দুর্গাপুজোর আগেই ইডেনে ক্রিকেটপক্ষ
![দুর্গাপুজোর আগেই ইডেনে ক্রিকেটপক্ষ Festival Of Cricket At Eden Gardens Before Biggest Festival Of Bengal দুর্গাপুজোর আগেই ইডেনে ক্রিকেটপক্ষ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/09/29192913/india-practice-at-eden-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দেবীপক্ষের আগেই কলকাতায় ক্রিকেটপক্ষ৷ ইডেন টেস্ট জিতলে পাকাপাকিভাবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা চলে আসবে টিম ইন্ডিয়ার মুঠোয়৷ তবে, সেসব নিয়ে ভাবছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি৷ তাঁর ফোকাসে এখন শুধুই ম্যাচ৷
শুক্রবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। তার আগে শেষ অনুশীলনে রাবার বলেও প্র্যাক্টিস করতে দেখা গেল বিরাট অ্যান্ড কোম্পানিকে৷ পিচের বাউন্স সামলাতে এই ধরণের অনুশীলন যথেষ্ট সাহায্য করে বলে জানালেন ক্যাপ্টেন কোহলি৷
দু’বছর পর ভারতীয় দলে কামব্যাক করেছেন বটে৷ কিন্তু, ইডেন টেস্টে তাঁর ভাগ্যের শিকে আদৌ ছিঁড়বে কি না, তা নিয়ে রীতিমত সংশয়৷ ভারতীয় দলের জার্সি গায়ে ইডেনে ফিরলেও, ঘরের মাঠে কার্যত ব্রাত্যই রয়ে গেলেন কলকাতা-ক্যাপ্টেন গৌতম গম্ভীর৷ অনুশীলনে নেমে ফিল্ডিংয়ে যোগ দিলেন বটে৷ কিন্তু, ব্যাটিংয়ের সুযোগ পেলেন প্রায় দেড় ঘণ্টা পর, সবার শেষে৷ অনুশীলন করলেন নেট বোলারদের সঙ্গে৷
যদিও, গম্ভীর-বিরাট কোহলি ঝগড়া যে অতীত, এদিনই সে-আভাস দিলেন ভারতের টেস্ট অধিনায়ক৷ নেটে সাদরে অভ্যর্থনা জানালেন গম্ভীরকে৷ বেশ কিছুক্ষণ হাসি-মস্করাও চলল দু’জনের৷ সঙ্গে, ম্যাচ নিয়ে দীর্ঘ আলোচনা৷
অন্যদিকে, প্রথম টেস্টে হেরে ইতিমধ্যেই বেকায়দায় নিউজিল্যান্ড৷ ইডেন টেস্টের আগে ঘুরে দাঁড়ানোর জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হল তারা৷ প্রয়োজনীয় পরামর্শও দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ তবে অসুস্থতার জন্য এদিন অনুশীলনে নামেননি কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)