Angel di Maria: শেষ ষোলোর ম্যাচের আগে বিরাট ধাক্কা আর্জেন্তিনার! চোটের জন্য অনিশ্চিত তারকা ফুটবলার
Argentina vs Australia: চোটের জন্য অনিশ্চিত দলের অন্যতম তারকা ফুটবলার। শনিবার ভারতীয় সময় মধ্যরাতের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাঁর খেলা নিয়েই রয়েছে প্রশ্ন।
দোহা: বিশ্বকাপের (Qatar 2022) শেষ ষোলোর ম্যাচে নামার আগে প্রবল উদ্বেগে আর্জেন্তিনা শিবির (Argentina vs Australia)। চোটের জন্য অনিশ্চিত দলের অন্যতম তারকা ফুটবলার। শনিবার ভারতীয় সময় মধ্যরাতের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাঁর খেলা নিয়েই রয়েছে প্রশ্ন।
তিনি, অ্যাঙ্খেল দি মারিয়া (Angel di Maria)। যাঁকে অনেকে আর্জেন্তিনা দলের ইঞ্জিন বলে মনে করেন। উইং দিয়ে দুরন্ত গতিতে দৌড়ে কাট করে বিপক্ষ বক্সে একের পর এক আক্রমণ তুলে আনার নেপথ্যে প্রধান কারিগর। কিন্তু চোটে কাবু দি মারিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যা লা আলবিসেলেস্তেদের কাছে বিরাট এক ধাক্কা হতে পারে।
বিকল্প ভেবে রাখছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। কে হবেন দি মারিয়ার পরিবর্ত? খোলসা করেননি স্কালোনি। তবে লিওনেল মেসিদের প্র্যাক্টিস থেকে ইঙ্গিত যে, অ্যাঙ্খেল কোরেয়া, আলেহান্দ্রো পাপু গোমেজ ও লিয়ান্দ্রো পারাদেজের মধ্যে কোনও একজনকে সুযোগ দিতে পারেন স্কালোনি। সেই সঙ্গে মাঝমাঠে ভাবা হচ্ছে পোল্যান্ড ম্যাচের নায়ত ম্যাক অ্যালিস্টারকে। তাঁর সঙ্গে মাঝমাঠ সামলাবেন রদ্রিগো দি পল ও এনজো ফার্নান্দেজ।
দি মারিয়ার ঠিক কী হয়েছে? আর্জেন্তিনার সংবাদমাধ্যমের দাবি, পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে উরুতে চোট পেয়েছিলেন তারকা ফুটবলার। তাঁকে সেই ম্যাচে তুলেও নেন স্কালোনি। তবে দি মারিয়া যে ক্লাবের হয়ে খেলেন, সেই য়ুভেন্তাসের তরফে দাবি করা হয়েছে যে, চোট গুরুতর কিছু নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হয়তো খেলতে পারবেন না। তবে আর্জেন্তিনা এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলে পাওয়া যেতে পারে দি মারিয়াকে।
View this post on Instagram
ইতালির একটি সংবাদমাধ্যমের দাবি, দি মারিয়ার বাঁ পায়ের উরুর পেশি শক্ত হয়ে গিয়েছে। ফলে রয়েছে ব্যথা। কমেছে নমনীয়তা। সেই কারণেই পুরো ফিট নন তিনি। তবে পেশি ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর কিছু হয়নি।
আরও পড়ুন: নক আউটের আগেই ফিট নেমার! প্র্যাক্টিস করতে দেখেই গর্জন গ্যালারিতে