Lionel Messi: মারাদোনাকে শ্রদ্ধার্ঘ দেখাতেই মেসিকে হলুদ কার্ড! সেই রেফারিই খেলাবেন আর্জেন্তিনার ম্যাচ
Argentina vs Netherlands: দিয়েগো মারাদোনা তখন সদ্য প্রয়াত। শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। বার্সেলোনার হয়ে মাঠে নেমে কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ জানালেন লিওনেল মেসি। কিন্তু বিষয়টা ভালভাবে নেননি রেফারি।
দোহা: দিয়েগো মারাদোনা (Diego Maradona) তখন সদ্য প্রয়াত। শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। বার্সেলোনার হয়ে মাঠে নেমে কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ জানালেন লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু বিষয়টা ভালভাবে নেননি রেফারি। আন্তোনিও মিগুয়্যেল মাতেও লাহোজ হলুদ কার্ড দেখান মেসিকে। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।
বিতর্কিত সেই স্প্যানিশ রেফারিই কোয়ার্টার ফাইনালে মেসিদের ম্যাচ পরিচালনা করবেন। লাইন্সম্যানের দায়িত্বে থাকবেন পাও সেব্রিয়ান ও রবার্তো দিয়াজ। চতুর্থ রেফারি ভিক্টর গোমস।
গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলিয়েছিলেন মাতেও লাহোজ। কাতার বনাম সেনেগাল ও ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ম্যাচও পরিচালনা করেছিলেন। তবে বিশ্বকাপের নক আউট পর্বে এই প্রথম খেলাবেন তিনি।
তবে এর আগে আর্জেন্তিনার একটি ম্যাচে রেফারি হিসাবে ছিলেন মাতেও। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে আর্জেন্তিনা-হন্ডুরাস ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছিল। সেই ম্যাচের রেফারি ছিলেন তিনি।
তবে মাতেওর শিরোনামে উঠে আসা ২০২০ সালে। বার্সেলোনার হয়ে লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে গোল করে জার্সি খুলে ফেলেছিলেন মেসি। বার্সা জার্সির নীচে ছিল আর্জেন্তিনার নিউওয়েল'স ক্লাবের জার্সি। মারাদোনার স্মৃতির উদ্দেশে সেটি দেখাতেই রেফারি জার্সি খোলার অপরাধে হলুদ কার্ড দেখান মেসিকে। নিয়ম মতে তিনি ভুল করেননি। তবে অনেকেই মনে করেছিলেন, কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ম সামান্য শিথিল করতেও পারতেন তিনি।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ফের উদ্বেগ আর্জেন্তিনা শিবিরে (Argentina vs Netherlands)। অ্যাঙ্খেল দি মারিয়ার পর এবার দলের মাঝমাঠের অন্যতম প্রধান অস্ত্র রদ্রিগো দি পলের চোট নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। দি পল ডাচদের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশ্বস্ত করছেন দি পল নিজে। তিনি লিখেছেন, 'অল ইজ ওয়েল'। সব কিছু ঠিক রয়েছে। তব লা আলবিসেলেস্তে সমর্থকেরা পুরোপুরি নিশ্চিত হতে পারছেন কি?
উরুর পেশিতে চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেননি দি মারিয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় সময় মাঝরাতের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও প্র্যাক্টিসে নেমে পড়েছেন দি মারিয়া। তাঁর খেলার ব্যাপারে আশাবাদী আর্জেন্তিনবা শিবির। এরই মাঝে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দি পলকে নিয়ে।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে মাঝমাঠের তারকার। যে কারণে মূল দলের সঙ্গে প্র্যাক্টিস করতে দেখা যায়নি তাঁকে। যদিও আর্জেন্তিনার প্রথম সারির সংবাদপত্র ক্ল্যারিনে দাবি করা হয়েছে, সাবধানতা অবলম্বন করতেই প্র্যাক্টিস করানো হয়নি দি পলকে। যাতে চোট নতুন করে না বাড়ে। তাঁর খেলা নিয়ে এখনও সংশয় নেই। যদি না পরিস্থিতির নতুন করে অবনতি হয়।
আরও পড়ুন: মেসির 'দুর্বলতা'কে কাজে লাগিয়েই কোয়ার্টার ফাইনালে জয়ের ছক কষছেন ডাচ কোচ ফান হাল