Lionel Messi: কোপা আমেরিকার আর্জেন্তিনা দলে মেসি, ডি মারিয়া, জায়গা পেলেন না দিবালা
Copa America 2024: ২০২২ বিশ্বকাপে আর্জেন্তিনা বিশ্বজয় করেছিল মেসির নেতৃত্বে। সেই দলের কোচও ছিলেন লিওনেল স্কালোনি। এবার তাঁর লক্ষ্য আর্জেন্তিনাকে কোপা আমেরিকা চ্য়াম্পিয়ন করানো।
বুয়েন আয়ার্স: কোপা আমেরিকার (Copa America) জন্য আর্জেন্তিনার (Argentina Football Team) প্রাথমিক ২৯ সদস্যের দল ঘোষণা হয়ে গেল। দল ঘোষণা করলেন গত বারের বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের কােচ লিওনেল স্কালোনি। দলে অভিজ্ঞ লিওনেল মেসি ও ডি মারিয়াকে রেখেছেন তিনি। রয়েছেন নিকোলাস ওটামেন্ডিও। তবে আর্জেন্তিনার স্কোয়াড থেকে বাদ পড়েছেন দিবালা। এদিকে চোট থাকা পরেও সুযোগ পেয়েছেন মোলিনা, মার্কোস, এঞ্জোর মত প্লেয়াররা।
আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা। এর আগে আর্জেন্তিনা শিবির ১০ ও ১৪ জুন যথাক্রমে ইকুয়েডর ও গুয়েতামালার বিরুদ্ধে প্রীতি ম্য়াচ খেলতে নামবে। তার আগেই এই দল ঘোষণা করলেন স্কালোনি। ২০২১ সালে শেষবারের কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্তিনা শিবিরই। এরই সঙ্গে সঙ্গেই উরুগুয়ের সঙ্গে সর্বাধিক ১৫ বার এই খেতাব জয়ের নজির গড়েছিল দক্ষিণ আমেরিকার এই দেশটি। ২০২২ বিশ্বকাপে আর্জেন্তিনা স্কোয়াডে ছিলেন কিন্তু কােপা আমেরিকার স্কোয়াডে সুযোগ পেলেন না এমন ফুটবলারদের মধ্যে দিবালা ছাড়াও রয়েছেন জুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদা। কনমেবল বা দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৫ জুনের মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে।
আগামী ২০ জুন আর্জেন্তিনা তাঁদের এবারের কোপা আমেরিকা অভিযান শুরু করবে। প্রতিপক্ষ হতে পারে কানাডা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে একটি দল। এরপর নিউজার্সিতে চিলির বিরুদ্ধে খেলতে নামবেন মেসিরা। লিগ পর্যায়ে তার পরের ম্য়াচ আর্জেন্তিনার রয়েছে পেরুর বিরুদ্ধে আগামী ২৯ জুন।
View this post on Instagram
আর্জেন্টিনার কোপা আমেরিকার দল
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেজ, জেরেমিনো রুল্লি
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিশ্চিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো
মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, এক্সিকুয়েল প্যালাসিওস, এঞ্জো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, ভ্যালেন্টিন কারবোনি, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল,
ফরোয়ার্ড: ডি মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেইরা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লাওতারে মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ