Copa America: ৮ বছর পর জয় দিয়ে কোপা অভিযান শুরু করতে ব্যর্থ দল, ম্যাচ শেষে মাঠের দোহাই দিলেন ব্রাজিলিয়ান কোচ
Brazil vs Costa Rica: ২০১৬ সালের পর প্রথমবার জয় দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করতে ব্যর্থ হল ব্রাজিলিয়ান ফুটবল দল। ম্যাচে ৭৩.৫ শতাংশ বল পজিশন এবং গোলমুখী ১৯টি শট নেওয়ার পরেও দল জিততে ব্যর্থ।
ক্যালিফোর্নিয়া: কোপা আমেরিকার (Copa America 2024) শুরুটা একেবারেই ভালভাবে হল না। প্রথম ম্যাচেই কোস্তা রিকার বিরুদ্ধে (BRA vs CRC) আটকে গেল ব্রাজিলিয়ান দল। গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল সেলেসাওদের। নেমারহীন ব্রাজিলের হয়ে মার্কিনিয়স কোস্তা রিকার জালে বল জড়ালেও সেই গোল বাতিল হয়। তারপর ম্যাচে আর কোনও গোল হয়নি।
২০১৬ সালের পর প্রথমবার জয় দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করতে ব্যর্থ হল ব্রাজিলিয়ান ফুটবল দল। ম্যাচে ৭৩.৫ শতাংশ বল পজিশন এবং গোলমুখী ১৮টি শট নেওয়ার পরেও দল জিততে ব্যর্থ হওয়ায় সেলেসাও কোচ দোরিভাল জুনিয়র (Dorival Junior) কিন্তু ছোট্ট মাঠকেই কাঠগড়ায় তুলছেন। ম্যাচ শেষে দোরিভাল বলেন, 'আমরা ভালভাবেই বল পাস করি, আমাদের আক্রমণ বিভাগের খেলোয়াড়রা অনেক সময়ই ওয়ান অন ওয়ান পরিস্থিতি তৈরি করতে সক্ষম হচ্ছিল। এখানকার মাঠটাই ছোট। ফলে যারা আক্রমণ করে, তাদের জন্য কাজটা কঠিন হয়ে যায় এবং ডিফেন্স করাটা সহজ। তবে সকলেই স্বাধীনভাবে খেলে প্রচুর সুযোগ তৈরি করেছিল। তবে আমাদের আক্রমণে ওই ঝাঁঝটা ছিল না। আমার মনে হয় প্রতিপক্ষ রক্ষণভাগকে বিচ্ছিন্ন করে নিজেদের জন্য জায়গা তৈরি করতে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি।'
ম্যাচের প্রথমার্ধে ৩০ মিনিটের মাথায় ডেড বল রদ্রিগোর ফ্লিক থেকে মার্কিনিয়সের শট জালে জড়িয়ে গেলেও, দীর্ঘ সময় ভারের সঙ্গে পরামর্শ করে বাতিল হয়। এছাড়াও রেফারির একাধিক সিদ্ধান্তে ব্রাজিল ফুটবলাররা ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচের ২২ মিনিটে ভিনিসিয়াসকে পেনাল্টি বক্সে ফাউল করা হয়। ৩৯ মিনিটে লুকাস পাকেতার শট ভারগাসের হাতে লাগে। তবে রেফারি দুই ক্ষেত্রেই পেনাল্টির আবেদন নাকচ করে দেন। ম্যাচের ৬৩ মিনিটে পাকেতার শট বারে লেগে ফিরে আসে। ম্যাচের ৮৬ মিনিটের পর রদ্রিগো জোড়া সুযোগ নষ্ট করেন। গিমারেশ ইনজুরি টাইমে গোলের বড় সুযোগ পেয়েও হাতছাড়া করেন। এই ভুলগুলিরই খেসারত দিতে হয় ব্রাজিলকে।
প্রথম ম্যাচে ড্র করায় শুরুতেই নিজেদের গ্রুপ 'ডি'-তে পিছিয়ে পড়েছে ব্রাজিল। কলম্বিয়া ২-১ গোলে প্যারাগুয়েকে হারানোর ফলে কলম্বিয়াই আপাতত গ্রুপ শীর্ষে রয়েছে। কলম্বিয়ার হয়ে প্রথমার্ধের ৩২ মিনিটে ড্যানিয়েল মুনজ় গোল করে দলকে এগিয়ে দেন। ঠিক ১০ মিনিট পরে দলের ব্যবধান দ্বিগুণ করেন জেফারসন লার্মা। প্যারাগুয়ে দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও, ম্যাচে সমতায় ফিরতে পারেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অন্যের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা... স্তিমাচের বিস্ফোরক অভিযোগগুলির জবাব দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন