AIFF responds to Stimac: অন্যের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা... স্তিমাচের বিস্ফোরক অভিযোগগুলির জবাব দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
Igor Stimac: ভারতীয় ফুটবল ফেডারেশনের চাপে তাঁর হার্টে অস্ত্রোপ্রচার পর্যন্ত করাতে হয় বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ইগর স্তিমাচ।
নয়াদিল্লি: দিন কয়েক আগেই ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে ছাঁটাই হয়েছিলেন ইগর স্তিমাচ (Igor Stimac)। তারপরে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের মাধ্যমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং তার কর্মকর্তাদের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ করেছিলেন ক্রোয়েশিয়ান কোচ। স্তিমাচের সেই অভিযোগগুলির জবাব দিল ফেডারেশন।
প্রাক্তন ভারতীয় কোচ দাবি করেছিলেন ভারতীয় ফুটবল কারাগারে বন্দি এবং দলের উন্নতির জন্য কয়েক দশক সময় লাগবে। ফেডারেশনের তরফে পাল্টা দাবি করা হয়েছে স্তিমাচের হাতেই সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও দলের উন্নতি না জন্য অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়াতে চান ক্রোট। এক বিবৃতিতে ফেডারেশন বলেন, 'যার হাতে সবথেকে বেশি ক্ষমতা ছিল, তিনি ভারতীয় ফুটবল কারগারে আবদ্ধ এবং দলের কোনওরকম উন্নতি হয়নি, এই অভিযোগ করাটা খুবই হাস্যকর। বিদায়বেলায় গোটা সিস্টেমকে দোষ দেওয়াটাই তো রীতি। কেউ যখন কোনও কিছুর জন্য কোনওরকম দায়িত্ব নিতে চান না, তখন তিনি এমনটাই করে থাকেন।'
স্তিমাচ দাবি করেছিলেন ভারতীয় ফুটবলের দায়িত্বে থাকাকালীন চাপে তাঁর হার্টের অস্ত্রোপ্রচার করাতে হয়েছিল। এই গোটা দাবি ঘিরেই বিস্মিত ফেডারেশন। কোচিং করানোর জন্য তিনি ফিট নন, এই ঘটনাটি চাপার জন্যই স্তিমাচ এহেন অভিযোগ করেছেন বলে দাবি। তাঁর ছাঁটাই নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন স্তিমাচ। তবে ফেডারেশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁকে বিদায় জানানোর চেষ্টা করা হলেও, স্তিমাচের না না অন্যায্য দাবি তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না এবং বাধ্য হয়েই তাঁকে বহিষ্কার করতে হয়। গোটাটাই দলের স্বার্থেই করা হয়েছে বলেই সোজাসাপ্টা জানিয়ে দেয় ফেডারেশন।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, 'পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিদায় জানানোর সুযোগ দেওয়া হয়েছিল ওঁকে। তবে ওঁ তা প্রত্যাখ্যান করে অনৈতিক এবং অপেশাদারমূলক একাধিক দাবিদাওয়া করতে থাকেন। তাই এআইএফএফের কাছে স্তিমাচের চু্ক্তি বাতিল করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না। চুক্তি অনুসারে মাঝপথে বহিষ্কার করায় ক্ষতিপূরণ বাবদ তিন মাসের অর্থও দেওয়া হয় তাঁকে।'
এছাড়াও ফেডারেশনের তরফে এ বছরের মে মাসে এএফসির কোচেদের বৈঠকে নিজের সাপোর্ট স্টাফের সংখ্যা সম্পর্কে ভুল তথ্য় দিয়ে সহানুভূতি অর্জন করার অভিযোগও স্তিমাচের বিরুদ্ধে করা হয়। পাশাপাশি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ না থাকার দাবিও খণ্ডন করে দেওয়া হয়। স্তিমাচের কাছে জিপিএস না থাকার অভিযোগ অবশ্য মেনে নিয়েছে ফেডারেশন। তবে ২০০ দিন নয়, তা ৫০ দিনের মতো সময়কালের জন্য অনুপস্থিত ছিল বলেই ভারতীয় ফুটবল ফেডারেশন জানায়।
আরও পড়ুন: এক স্থান দখলের লড়াইয়ে তিন দল, মুখোমুখি ইতালি-ক্রোয়েশিয়া, স্পেনের বিরুদ্ধে মাঠে নামছে আলবানিয়া