Real Madrid: অনবদ্য এমবাপে, স্টুগার্টের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু রিয়ালের
Real Madrid Match: এদিন ম্য়াচের শুরু থেকেই বারবার রিয়ালের ডি বক্সে হানা দিচ্ছিলেন জার্মান ক্লাবের ফরোয়ার্ড লাইন। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জার্সিতে এটাই ছিল ফরাসি তারকা এমবাপের প্রথম ম্য়াচ।
মাদ্রিদ: স্টুটগার্টকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) এই মরশুমে নিজেদের অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ৩-১ গোলে স্টুটগার্টকে হারিয়ে দিল লস ব্ল্যাঙ্কোসরা। এদিন শুরু থেকেই কিছুটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল রিয়াল। দলের হয়ে প্রথম গোল করেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। দ্বিতীয় গোলটি করেন অ্য়ান্তানিও রুডিগার ও তৃতী গোলটি করেন এনড্রিক। স্টুটগার্টের হয়ে একমাত্র গোলটি করেন ডেনিজ উনডাভ।
এদিন ম্য়াচের শুরু থেকেই বারবার রিয়ালের ডি বক্সে হানা দিচ্ছিলেন জার্মান ক্লাবের ফরোয়ার্ড লাইন। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জার্সিতে এটাই ছিল ফরাসি তারকা এমবাপের প্রথম ম্য়াচ। ম্য়াচটি স্মরণীয় করে রাখলেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। খেলার ৩৩ মিনিটে একটা পেনাল্টির সুযোগ এলেও ভিএআর দেখে তা বাতিল করেন রেফারি। এদিন প্রথমার্ধে দুটো দলের কোনও দলই গোল করতে পারেনি। শেষে দ্বিতীয়ার্ধে চারটি গোলই হয়। ম্য়াচে প্রথম খাতা খোলেন এমবাপে। খেলার ৪৬ মিনিটের মাথায় রদ্রিগোর অ্যাসিস্ট থেকে গোল করেন এমবাপে। ৬৮ মিনিটের মাথায় উনদাব সমতায় ফেরান স্টুটগার্টকে। অ্যান্টোনিও রুডিগার ৮৩ মিনিটের মাথায় গোল করেন রুডিগার। এরপর সংযুক্তি সময়ের শেষে রিয়ালের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে গোল করেন এনড্রক। তিনি ১৮ বছর ৫৮ দিন বয়সে গোল করেন।
লস ব্ল্যাঙ্কোস শিবিরে এমনিতেই রয়েছেন জুড বেলিংহাম, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়রের মত তরুণ তারকা রয়েছেন রিয়ালে। এমবাপে মাঠের বাঁদিক ধরে খেলেন। অর্থাৎ লেফট উইং ধরে খেলে থাকেন। কিন্তু রিয়াল মাদ্রিদে এই জায়গায় নিজের জায়গা ইতিমধ্যেই পাকা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তাহলে কোথায় খেলবেন এমবাপে? এই প্রশ্নই শুরু থেকে সবার মনের মধ্যে জাগছিল। আদৌ কি তাহলে প্রথম একাদশে সুযোগ মিলবে তো? এমন প্রশ্নও করেছিলেন অনেকে। তবে গত কয়েক সপ্তাহে নিজেকে রিয়ালের জার্সিতে অপরিহার্য করে তুলেছেন ফরাসি তারকা। কোচ আনসেলোত্তি বলছিলেন, "এটা আমার দায়িত্ব যে এমবাপের জন্য দলে জায়গা পাকা করা। ওর খেলার সুযোগ তৈরি করে দেওয়া। আপাতত রিয়াল শিবিরে যে পরিকল্পনামাফিক খেলা হচ্ছে, তাতে এমবাপেকে সেন্ট্রাল অ্যাটাকিং প্লেয়ার হিসেব খেলানো হতে পারে। সেক্ষেত্রে লেফট উইংয়ে জুনিয়র ও রাইট উইংয়ে রদ্রিগোকে খেলানো হবে।''
আরও পড়ুন: ঝুট-ঝামেলা সবই অতীত, আড্ডায় গম্ভীর-বিরাটের মুখে পুরনো সে দিনের কথা...