Indian Football Team: স্তিমাচের ২৬ সদস্যের ভারতীয় দলে নেই আইএসএলের বাগান-মুম্বই শিবিরের ফুটবলার
Igor Stimac: কারণ হিসেবে কিছু উল্লেখ না করা হলেও মনে করা হচ্ছে যে সবাইকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ মে থেকে ভুবনেশ্বরে শুরু হবে ক্যাম্প।
নয়াদিল্লি: আইএসএলের ফাইনাল খেলতে নেমেছে মোহনবাগান ও মুম্বই সিটি। এরই মধ্যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য ভারতের ফুটবল দল ঘোষণা করলেন ইগর স্তিমাচ। তবে ২৬ সদস্যের এই দলে আইএসএল ফাইনালে খেলা ২ দলের কোনও ফুটবলারকেই রাখা হয়নি। কারণ হিসেবে কিছু উল্লেখ না করা হলেও মনে করা হচ্ছে যে সবাইকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ মে থেকে ভুবনেশ্বরে শুরু হবে ক্যাম্প। ৬ জুন যুবভারতীতে কুয়েত ও ১১ জুন দোহাতে কাতারের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। উল্লেখ্য, আফগানদের বিরুদ্ধে হারের ফলে কিছুটা চাপে রয়েছে ভারতীয় দল। তাই পর্যাপ্ত অনুশীলন করেই যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে নামতে চাইছে স্তিমাচের দল।
এটা প্রথম তালিকা ছিল। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় তালিকাও ঘোষণা করা হবে। ভারতীয় দল ক্যাম্প শুরু করবে আগামী ১০ মে থেকে। গ্রুপ এ-তে রয়েছে ভারত। পরের রাউন্ডে উঠতে হলে এই দুটো ম্য়াচ জিততেই হবে স্তিমাচের দলকে। এই মুহূর্তে চার ম্য়াচে ঝুলিতে রয়েছে তাদের চার পয়েন্ট। গ্রুপের প্রথম দুটো দলই পরের রাউন্ডে জায়গা করে নেবে। ২০২৭ সালে সৌদি আরবে আয়োজিত হতে চলা এএফসি এশিয়ান কাপেও অংশ নিতে পারবে। উল্লখ্য, আইএসএল ফাইনালে খেলতে নেমেছেন শুভাশিস বসু, আব্দুল সাহাল সামাদ, মনবীর, লালিয়ানজুয়ালা ছাংতে। তাঁরা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। মনে করা হচ্ছে যে দ্বিতীয় তালিকায় হয়ত এই প্লেয়ারদের নাম দেখা যাবে।
View this post on Instagram
ভারতের প্রাথমিক দল:
গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ
ডিফেন্ডার: অময় গণেশ রানাওয়াডে, লালচুংনুঙ্গা, মুহম্মদ হাম্মাদ, জয় গুপ্ত, নিখিল পুজারি, রোশন সিংহ, নরেন্দ্র গহলৌত,
মিডফিল্ডার— ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, ইমরান খান, ইশাক ভানলালরুয়াতফেলা, জিকসন সিংহ, মহেশ নাওরেম, মহম্মদ ইয়াসির, নন্দকুমার, রাহুল কান্নোলি, সুরেশ সিংহ, ভিবিন মোহনন
ফরোয়ার্ড— ডেভিড, জিতীন মাদাথিল, লালরিনজুয়ালা, পার্থিব গগৈ, রহিম আলি, সুনীল ছেত্রী
এদিকে আইএসএলের ফাইনালে আজ মুম্বই সিটির বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান সুপারজায়ান্ট। শিল্ড জিতেছে এই মরশুমে মোহনবাগান। এবার আইএসএল খেতাব জয়ের সুযোগ তাদের সামনে।