Cristiano Ronaldo Retirement: ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন তিনি? স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Cristiano Ronaldo: ২০২৪ সালের ইউরোই যে তাঁর শেষ ইউরো হতে চলেছে সে কথা রোনাল্ডো আগেই জানিয়ে দিয়েছিলেন।
নয়াদিল্লি: ফ্রান্সের বিরুদ্ধে হেরে পতুর্গালের উয়েফা ইউরোর ২০২৪-র সফর শেষ হয়ে গিয়েছে। বেশ কিছুদিন আগেই পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) জানিয়ে দিয়ছিলেন এটাই তাঁর শেষ ইউরো কাপ হতে চলেছে। অর্থাৎ ছয় ইউরো মাতানো রোনাল্ডোকে আর মহাদেশের সেরা হওয়ার দৌড়ে দেশের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে না। তবে দেশের জার্সিতে কি আর কখনই খেলবেন না তিনি?
৪০ ছুঁই ছুঁই রোনাল্ডো স্লোভেনিয়া ম্যাচের পর বলেছিলেন, 'এটা নিঃসন্দেহে আমার শেষ ইউরো কাপ হতে চলেছে।' প্রি-কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন রোনাল্ডো। নিজের শেষ ইউরোয় ছিটকে যাওয়ার ভয় থেকেই কি তিনি আবেগঘন হয়ে পড়েছিলেন? রোনাল্ডো অবশ্য এই তত্ত্ব সরাসরি নাকচ করে দেন। তাঁর দাবি, 'আমি কিন্তু এইজন্য আবেগঘন হয়ে পড়িনি। ফুটবল আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এই খেলার প্রতি আমি কতটা উদ্যমী, আমার সমর্থক, পরিবার, সাধারণ জনগণের আমার প্রতি ভালবাসা মনে করে আবেগঘন হয়ে পড়েছিলাম।'
তাহলে কি রোনাল্ডোকে আর পর্তুগালের জার্সিতে দেখা যাবে না? অনেকেই মনে করেছিলে কাতারেই রোনাল্ডোর বিশ্বকাপ সফরের ইতি হতে চলেছে। তবে তিনি সম্ভবত ২০২৬ সালের বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন। অন্তত এমনই পূর্বাভাস দিচ্ছেন পর্তুগিজ় মহাতারকা। নিশ্চিতভাবে না বললেও, রোনাল্ডো সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, 'আমার মনে ২০২৬ সালের বিশ্বকাপের জন্য আমি পর্তুগালের হয়ে উপলব্ধ থাকব।'
Queríamos mais. Merecíamos mais. Por nós. Por cada um de vocês. Por Portugal.
— Cristiano Ronaldo (@Cristiano) July 6, 2024
Somos gratos por tudo o que vocês nos deram e por tudo que conquistámos até aqui.
Dentro e fora de campo, tenho certeza de que este legado será honrado e continuará a ser construído. Juntos. pic.twitter.com/C34YgfKLmg
পর্তুগাল ইউরো থেকে ছিটকে যাওয়ার পর পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ়কে রোনাল্ডোর অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই তো সবে ম্যাচ শেষ হয়েছে। এত তাড়াতাড়ি কী বলব। এখনও পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে কোনও সিদ্ধান্ত কেউ জানায়নি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রোহিতদের পুরস্কার দিলেও, ব্রাত্যই তিনি, মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন চিরাগ শেট্টি